কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সেমেস্টার ব𝄹া বর্ষের পরীক্ষা বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে গেল শিবসেনার যুব সংগঠন। সংবাদসংস্থা পিটিআইয়ের কাছে সেই আবেদন দাখিলের সত্যতা স্বীকার করেছেন যুবসেনার𒐪 সম্পাদক বরুণ সরদেশাই।
সংগঠনের আর্জি, করোনাভাইরাস পরিস্থিতিতে এলাকা ভিত্তিতে সব রাজ্যকে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হোক। যে সংগঠনের মাথায় রয়🍌েছেন আদিত্য ঠাকরে।
ইতিমধ্যে যাবতীয় পেশাদার এবং অপেশাদার কোর্সের চূড়ান্ত সেমেস্টার বা বর্ষের পরীক্ষা বাতিল করে দিয়েছে মহারাষ্ট্র সরকার। সরদেশাই বলেন, ‘করোনাভাইরাস আক্রান𒅌্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে এবং ভাইরাসের কার্ভ নিম্নমুখী হওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।✨ অনেক রাজ্য এবং শহরে আবারও লকডাউন চালু হয়েছে। এমনকী বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেছে, বড় জমায়েত এড়িয়ে চলা উচিত।’
যদিও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় কেন্দ্র। ‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের হিন্দি সংবাদমা🏅ধ্যম ‘হিন্দুস্তান’-এ এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কেন্দ্রীয় মানবসম্পদ ও উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল ‘নিশা💫ঙ্ক’। তিনি জানান, পরীক্ষা এগিয়ে আনা বা পিছিয়ে দেওয়ার বিষয় ঠিক আছে। কিন্তু পরীক্ষা বাতিলের কোনও জোরদার কারণ নেই। অর্থাৎ যে কোনও পরিস্থিতিতেই পরীক্ষা আয়োজন করা হবে।