চূড়🐼ান্ত সেমেস্টার বা বর্ষের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে যে কেন্দ্র অনড়, তা শুক্রবার আরও একবার স্পষ্ট করে দেওয়া হল। সুপ্রিম কোর্টে কেন্দ্রের তরফে জানানো হল, পড়ুয়ারা যেন পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যান।
আরও পড়ুন : কারা প্রথম করোনার টিকা পাবেন, ভাবনাচিন্তা করছে൲ কেন্দ্র
করোনাভাইরাস পরিস্থিতিতে চূড়ান্ত সেমেস্টার বা বর্ষের পরীক্ষা বাতিলের জন্য ৩১ জন পড়ুয়ারা যে আবেদন জানিয়েছেন, শুক🍃্রবার সুপ্রিম কোর্টের সেই মামলার শুনানি চলছিল। যশ দুবে নামে এক আবেদনকারীর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি সওয়াল করেন, করোনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে নির্দেশিকা জারি করেছে, তা উপেক্ষা করেছে ইউজিসি। তিনি বলেন, 'ফাইনাল টার্মের পরীক্ষা বাতিলে স্বর্গ ভেঙে পড়বে না।'
আরও পড়ুন : CAT 2020- অনলাইন রেজিস্ট্রেশন শুরু ৫ অগস্ট থেকে
তাতে তিন সদস্যের ডিভিশন বেঞ্চ বলে, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা ২০ জুলাইয়ের। কীভাবে ৬ জুলাইয়ের নির্দেশিকায় সেই বিষয়টি বিবেচনা করতে পারে (ইউজিসি)?🌌 কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা পরীক্ষা সংক্রান্ত ছিল না।’
আরও পড়ুন : স্কুল🐲শিক্ষকের যোগ্যতায় ৪ বছরের BEd ডিগ্রি আবশ্যিক করছে কেন্দ্র