দশম শ্রেণি পাশে কর্মী নিয়োগ করবে ভারতীয় নৌবাহিনী। এ বিষয়ে বিজ্ঞপ্তি প𝔍্রকাশিত হয়ে𒅌ছে।
কোন পদে নিয়োগ :
সেলার পদে (MR) পদে নিয়োগ করা হবে।
কটি শূন্যপদ :
মোট ৩০০জন কর্মী নিয়োগ করা হবে।
নিয়োগ পদ্ধতি :
দেশের সমস্ত রাজ্য থেকেই আবেদন করা যাবে। লিখিত এবং শারীরিক পরীক্ষা হবে। এর জন্য ১,৫০০ জন যোগ্য প্রার্থীকে ডাকꦺা হবে।
ইং♎রেজি এবং হিন্দি ভাষাতে পরীক্ষা হবে। বিষয় হিসেবে থাকবে ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান ও সাধারণ জ্ঞানের প্রশ্ন। সব🦩ই দশম শ্রেণি স্তরের।
ন্যূনতম যোগ্যতা :
ন্যূনতম দশম শ্রেণি পাশ হতে হবে।
বয়সের ঊর্ধ্ব ও নিম্নসীমা
জন্𓄧মতারিখ হতে হবে ১ এপ্রিল ২০০২ থেকে ৩১ মার্চ ২০০৫-এর মধꦇ্যে।
আবেদন শুরু কবে থেকে :
আগামী ২৯ অক্টোবর থেকে আবেদন শুরু হবে।
আবেদনের শেষ তারিখ :
আবেদন করার শেষ তারিখ আগামী ২ নভেম্বর।
আবেদন পত্র কোথায় পাওয়া যাবে :
ভারতীয় নৌসেনার সরকারি ওয়েবসাইটে মিলবে আবেদনপত্র।
বেতন :
ট্রেনিং চলাকালীন প্রতি মাসে বে🉐তন ১৪,৬০০ টাকা। ট্রেনিং শেষের পর ম্যাট্রিক্স🅺 লেভেল ৩ অনুযায়ী ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।