করোনা সংক্রমণের জেরে লকডাউনের কারণে PhDতে ভরতির আবেদনের মেয়াদ বাড়াল ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ব বিদ্যালয় (IGNOU)। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে PhD তে ভরতির আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। National Testing Agency (NTA) প্রবেশিকা পরীক্ষার আয়োজন করে। জুলাইয়ে পরীক্ষা হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ এর কারণে অনলাইন আবেদনের সময় বাড়িয়ে ১৫ জুন করল NTA। জানা গিয়েছে, আবেদন প্রক্রিয়া শেষ হলে প্রবেশিকা পরীক্ষার নতুন দিন ঘোষণা করবে NTA। চলতি বছরে মোট ২৮টি বিষয়ে PhD-র আসন সংখ্যা ২৪৮।UGC অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ৫৫% নম্বর নিয়ে স্নাতকোত্তর পাশ যে কোনও ব্যক্তি Ph.D-র জন্য আবেদন করতে পারবেন। তফসিলি জাতি, উপজাতি ও OBC ক্ষেত্রে ৫০% নম্বর পেলেই আবেদন করা যাবে।জেনারেল ও ওবিসি-দের জন্য অনলাইন আবেদনের ফি ১০০০ টাকা। তফলি জাতি ও উপজাতিদের আবেদনের জন্য ৮০০ টাকা দিতে হবে।বিস্তারিত জানতে প্রার্থীরা //ignouexams.nta.nic.in/WebInfo/Public/Home.aspx এ লগ ইন করতে পারেন।