অ্যাপ্রে꧂ন্টিস পদে নিয়োগ করতে চলেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড IOCL। আবেদন করতে হবে অনলাইনে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট সাইটে ꦫআবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ২৬ ফেব্রুয়ারি।
শূন্যপদ:
মোট ৫০৫ প𒁏দে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড ও অসমে এই নিয়োগ হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদনের শেষ তারিখ : ২৬ ফেব্রুয়ারি, ২০২১
অ্যাডমিট কার্ড ডাউনলোড : ১ মার্চ, ২০২১।
লিখিত পরীক্ষার সম্ভাব্য দিন : ১৪ মার্চ, ২০২১।
নথি যাচাইয়েরไ জন্য উত্তীর্ণ প্রাℱর্থীদের তালিকা আপলোডের সম্ভাব্য দিন : ২৫ মার্চ, ২০২১।
প্রার্থী বাছাই পদ্ধতি:
প্রার্থীকে ৯০ মিনিটের লিখিত পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হবে ১০০ নম্বরের। প্রশ্ন হবে অবজেক্টিভ, মাল্টিপল চয়েস (MCQs)। প্রতিটি প্রশ্নে চারটি করে অপশন থাকবে। সেখান থেকে প্রার্থীকে সঠিক উত্তর বেছে নিতে 🦄হবে।
আবেদনের প্রক্রিয়া :
১) অফিসিয়াল ওয়েবসাইট সাইটে যান।
২) 'Careers'-এর পর 'Apprenticeships'-এ যান।
৩) '> Engagement of Technical and Non-Technical Apprentices in Eastern Region (Marketing Division)' গিয়ে༺ ক্লিক করুন।