জেইই অ্যাডভান্সড পরীক্ষায় প্রথমস𒐪্থান অধিকারী আরকে শিশি🥀র আইআইটি বম্বেতে যোগ না দিয়ে যোগ দিয়েছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়ান্সে। এর আগে, আইআইটি বম্বেতে গণিত ও কম্প্যুটারের বিটেক কোর্সে ভর্তি হয়েছিলেন তিনি। উল্লেখ্য, প্রতিবারই জেইই অ্যাডভান্সডে প্রথম স্থানাধিকারীরা আইআইটি বম্বেকে বেছে নেন।
চলতি বছরের পরিসংখ্যান বলছে, জেইই অ্যাডভান্সে প্🌟রথম ১০০ এর মধ্যে ৬৯ জন, ও প্রথম ৫০০ জনের মধ্যে ১৭৩ জন আইআইটি বম্বের বহু পছন্দসই কোর্সকে বেছে নিয়েছেন। এমন পরিস্থিতিতে জয়েন্ট অ্যাডভান্সের প্রথম স্থানাধিকারী আইআইটি ছেড়ে আইআইএসসিতে যোগ দিতেই তা খবরের শিরোনাম কেড়েছে। এই ঘটনার পর আইআইএসসি বেশ খুশি প্রকাশ করেছে, তাদের টুইটার হ্যান্ডেলে। উল্লেখ্য, ২০২২ সালে ভারত সরকারের এনআইআরএফ ব়্যাঙ্কিংয়ে সর্বতভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আইআইএসসি দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে আইআইটি মাদ্রাজ। উল্লেখ্য, গত সপ্তাহে আইআইটি বম্বের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শিশির। তারপর সোমবার তাঁর কোর্সের ক্লাস শুরু হয়। শোনা যাচ্ছে, তার আগেই তিনি ওই শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ꦓে দেন। শিশির বলছেন, তিনি গবেষণা ও 'অন্তপ্রনরশিপ'-এ যেতে চান। আর আইআইএসসির ক্যাম্পাস ও পরিবেশ তার জন্য সঠিক বলে মনে হয়েছে।
Viral Video: ট😼্রাক থেকে আখ বের করছে আর নিমেষে মুখে! হাতির তাণ্ডব💯 ভিডিয়ো বন্দি
আরকে শিশির এও বলছেন যে, তিনি দুটি কোর্সই ভালোভাবে বিবেচনা করেছেন। তারপরই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর মতে আইআইএসসির কোর্সে গণিতের অংশ বেশি রয়েছে। যা তাঁকে তাঁর লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করবে। 'আইআইএসসির ব্যাকগ্রাইন্ড আমায় সাহায্য করবে𓃲,' বলছেন আরকে শিশির। তিনি বলছেন, তাঁর বহু বন্ধুই তাঁকে আইআইটি বম্বের সিট না ছাড়ার জন্য পরামর্শ দিয়েছেন। তবে তিনি তা শোনেননি। শিশিরের বাবা বলছেন, তিনি ছেলের সিদ্ধান্তে সহমত।