বাংলা নিউজ > কর্মখালি > JEE Main 2020 Admit Card: প্রকাশিত JEE Main-এর অ্যাডমিট কার্ড, রইল ডাউনলোডের ডিরেক্ট লিঙ্ক
চলতি বছরের সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার (জেইই-মেন) অ্যাডমিট কার্ড প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্স൲ি। যে প্রার্থীরা পরীক্ষার জন্য রেজিস্টার করেছে꧂ন, তাঁরা jeemain.nta.nic.in থেকে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
আগামী ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত জেইই মেন পরীক্ষꩵা হবে। দুটি শিফটে পরীক্ষা হ🐻বে। প্রথম শিফটে সকাল ৯ টা থেকে বেলা ১২ টা এবং দ্বিতীয় শিফটে বিকেল ৩ টে থেকে সন্ধ্যা ৬ টা।
কীভাবে জেইই মেনের অ্যাডমিট কার্ড (JEE mains Admit card 2020) ডাউনলোড করবেন?
১) সাইটে যান।
২) ��হোম পেজে JEE Ma🃏ins Admit card লিঙ্কে ক্লিক করুন।
৩) স্ক্রিনে নয়া একটি পেজ খুলে যাবে।
৪) নিজের Application Number এবং Date of Birth দিন𒀰।&n꧑bsp;
৫) জেইই মেনের অ্যাডমিট স্ক্রিনে দেখাবে।
৬) ডাউনলোড করে প্রিন্ট আউট করিয়ে নিন।
কর্মখালি খবর