প্রকাশিত হল JEE Main-র দ্বিতীয় পত্রের চূড়ান্ত উত্তরপত্র বা 'ফাইনাল অ্যানসার কি'। JEE Main আয়োজনকারী সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) তা প্রকাশ করেছে। যে প্রার্থীরা পরীক্ষা দিয়েছিলেন, তাঁরা জেইই মেনের অফিসিয়াল ওয়েবসাইট jeemai❀n.nta.nic.in থেকে নিজেদের BArch এবং BPlanning-র 'ফাইনাল অ্যানসার কি' দেখতে পারবেন। সেই 'ফাইনাল অ্যানসার কি'-র ভিত্তিতে বুঝতে পারবেন যে তাঁরা কত নম্বর পাবেন।
কীভাবে JEE Main-র দ্বিতীয় পত্রের 'ফাইনাল অ্যানসার কি' দেখতে হবে?
১) প্রথমে সর্বভারতীয় জয়েন্টের (JEE💞 Main) ꦅঅফিসিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-তে যেতে হবে।
২) হোমপেজে JEE Main Answer 🏅Key Paper 2-র লিঙ্ক আছে। সেই লিঙ্কে ক্লিক করত⛎ে হবে।
৩) একটি নয়া পিডিএফ ꦫখুলে যাবে। 'ফাইনাল অ্যানওসার কি' দেখে নিতে হবে এবং তা নিজের উত্তরের সঙ্গে মিলিয়ে নিতে হবে।
৪) ওই পিডিএফ ডাউনলোড করে নিতে হবে। তা ভবিষ্যতের জন্য প্রিন্ট-আউট করে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে🐻।
JEE Main-র দ্বিতীয় পত্রের 'ফাইনাল অ্যানসার কি'
)