ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) সম্প্রতি শেষ হওয়া জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (JEE) মেইন এর ফলাফল আজ, ১১ সেপ্টেম্বর প্রকাশিত করবে। জেইই মেইন এর ফলাফল জানুয়ারির পাশাপাশি এপ্রিল / সেপ্টেম্বর অধিবেশন নিয়ে প্রকাশিত হবে। যে শিক্ষার্থীরা দুটি অধিবেশনের পরীক্ষায় অংশ নিয়েছিলেন, তাঁদের ফলাফলটি যে পরীক্ষা সব থেকে ভাল হয়েছে তার ভিত্তিতে তৈরি হবে। পারসেন্টাইল স্কোরের পাশাপাশি NTA একটি র্যাঙ্কের তালিকা প্রকাশ করবে। বছরে দু'বার পরীক্ষা অনুষ্ঠিত হলেও র্যাঙ্ক তালিকাটি কেবল একবার প্রকাশ করা হয় - দুটি অধিবেশনের সমন্বয়ে।গত বছর, উভয় অধিবেশনেই অংশ নেওয়া ১১.৪ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে মোট ২৪ জন প্রার্থী ১০০% নম্বর পেয়েছিলেন।JEE মেইন এর ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীরা NIT সহ রাজ্য-পর্যায়ের ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন। IIT-তে ভর্তির জন্য, কেবল প্রথম আড়াই লাখ JEE অ্যাডভান্সডের জন্য নির্বাচিত হবেন।কীভাবে ফলাফল চেক করবেন- jeemain.nta.nic.in ওয়েবসাইটে যান। হোমপেজে JEE Main April/ September’ Result 2020 লেখা লিংক ক্লিক করুনলগ-ইন পেজ আসবেসেখানে আপনার ডিটেইলস ইনপুট করুন স্কোরকার্ড চলে আসবে স্ক্রিনেডাউনলোড করে সেভ করে রাখুন ভবিষ্যতের জন্য। সকল প্রত্যাশীদের শুভেচ্ছা জানায় হিন্দুস্তান টাইমস বাংলা।