প্রকাশিত হল JEE Mains 2022-র Session 2-র ফলাফল। বিষয়টি নিয়ে পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে আনুষ্ঠানিকভাবে আজ সকালে ফলাফল ঘোষণা করা হয়। এনটিএ-র জেইই ওয়েবসাইট - jeemain.nta.nic.in-এ🌄 গিয়ে ফলাফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা। এবছর মোট ৬.২৯ লাখ পড়ুয়া জেইই মেন পরীক্ষায় বসেন। গত ২৫ থেকে ৩০ জুলাই এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল দেশব্যাপী। এর আগে গত ৭ অগস্ট জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার ফাইনালের (সেশন ২ এর বিই ও বিটেক পেপার) প্রশ্নের 'অ্যানসার কি' প্রকাশ করেছিল এনটিএ।
কীভাবে JEE Main result 2022 Session 2-র রেজাল্ট দেখবেন?
> JEE Main-র অফিসিয়ꦉাল ওয়েবসাইট jeemain.nta.nic.in বা National Testing Agency NTA - Exam Result Portal-র ওয়েবসাইট ntaresults.nic.in-🌄তে যান।
> 'JEE(Mai🍷n) Session 2-2022' লিঙ্কে ক্লিক করুন।
> অ্য𝓀াপ্লিকেশন 🔜নম্বর, জন্মতারিখ এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
> কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে রেজাল্ট দেখাবে। তা ডাউনಌলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিন।
JEE Main-র দুটি সেশন মিলিয়ে যে প্রার্থীরা প্রথম ২.৫ লাখ স্থানে থাকবেন, তাঁরা দিতে পারব💦েন JEE Advanced 2022 পরীক্ষা। জেইই অ্যাডভান্সডের রেজিস্ট্রেশনের প্রক্রিয়া চলবে আগামী বৃহস্পতিবার (১১ অগস্ট) পর্যন্ত। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ অগস্টꩲ।