আজ (শুক্রবার) সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। এবার যারা মাধ্যমিক পরীক্🍒ষা দিয়েছে, তাদের পড়াশোনার একটা গুরুত্বপূর্ণ সময় করোনাভাইরাস মহামারী প্রভাব ফেলেছিল। সেই পরিস্থিতিতে এবার মাধ্যমিকের ফলাফল কীরকম হয়, পাশের হার কত হয়, সেদিকে নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।
হিন্দুস্তান টাইমস বাংলায় মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে এখানে - ক্লিক করুন
আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। তারপরই ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। এবার যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তাদের পড়াশোনার একটা গুরুত্বপূর্ণ সময় করো🐻নাভাইরাস মহামারী প্রভাব ফেলেছিল। যে কারণে এবার মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যাও কমেছে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সেই পরিস্থিতিতে এবার মাধ্যমিকের ফলাফল কীরকমﷺ হয়, পাশের হার কত হয়, সেদিকে নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।
কখন মাধ্যমিকের ফলপ্রকাশ হবে?
মধ্যশিক্ষা পর্ষদের তরফে জ🌠ানানো হয়েছে, আজ (শুক্রবার) সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। সাংবাদিক বৈঠক করে ফলাফল ঘোষণা করবে পর্ষদ। তবে নিজেদের নম্বর জানার জন্য পড়ুয়াদের দু’ঘণ্টা অপেক্ষা করতে হবে। বেলা ১২ টা থেকে পড়ুয়ারা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in বা wbresults.nic.in -তে মাধ্যমিকের ফলাফল দেখতে পারবে। মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-তে। সেজন্য শুধু ক্লিক করতে হবে pbv88casino.cc-তে। হোমপেজেই রেজাল্ট দেখার সুযোগ থাকবে। সেখান রোল নম্বর দিয়ে নিজেদের রেজাল্ট দেখতে পারবে পড়ুয়ারা।