এই ৩০ টি B.Ed কলেজে ভর্তি বন্ধের নির্দেশ, জানুন কেন
1 মিনিটে পড়ুন Updated: 06 May 2022, 06:09 PM ISTএকাধিক সুযোগ দেওয়ার পরেও কলে🅷জগুলি কর্মক্ষমতা মূল্যায়নের রিপোর্ট পাঠায়নি। এরপরেই এনসিটিই এই কলেজগুলﷺির সেশন বন্ধ রাখার নির্দেশ জারি করেছে।
একাধিক সুযোগ দেওয়ার পরেও কলে🅷জগুলি কর্মক্ষমতা মূল্যায়নের রিপোর্ট পাঠায়নি। এরপরেই এনসিটিই এই কলেজগুলﷺির সেশন বন্ধ রাখার নির্দেশ জারি করেছে।
উত্তরপ্রদেশের ৯০০টিরও বেশি BEd এবং DElEd কলেজ তাদের পারফরম্যান্স মূল্যায়নের রিপোর্ট জমা দেয়নি। আর সেই কারণে NCTE (ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন) এই কলেজগুলির 𝄹বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। রোহিলখণ্ড বিশ্ববিদ্যালয়ের ৩০টি কলেজে, ২০২২-২৩ সেশনে B.Ed এবং D.Ed-এ ভর্তি নেওয়া হবে না।
NCTE-র ভার্চুয়াল বৈঠকে, বিএড এবং ডিএলএড কলেজগুলির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। NCTE এই কলেজগুলিকে কর্মক্ষমতা মূল্যায়ন রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছিল। রিপোর্টে সিট সংখ্যার বিবরণ, শিক্ষক নিয়োগ, শিক্ষার্থীর সংখ্যা ইত্যাদি পূরণ করতে হত। আরও পড়ুন: WB Teachers' Job: শিক্ষক নিয়োগ: অতিরিক্ত পদ তৈরি রাজ🀅্যের, স্বচ্ছতা বজায় রাখার আশ্বাস ব্রাত্যের
একাধিক সুযোগ দেওয়ার পরেও কলেজগুলি কর্মক্ষমতা মূ🍸ল্যায়নের রিপোর্ট পাঠায়নি। এরপরেই এনসিটিই এই কলেজগুলি﷽র সেশন বন্ধ রাখার নির্দেশ জারি করেছে। ২০২২-২৩ সেশনে এই কলেজগুলিতে নতুন পড়ুয়া ভর্তি নেওয়া হবে না।