আগামী ২৭ অক্টোবর থেকে মেডিকেল, ডেন্টাল ও আনুষঙ্গিক ক্ষেত্রে ভরতির কাউন্সেলিং শুরু হবে। ৫০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়ে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকায় (NEET) উত্তীর্ণ প্রার্থীদের জন্য কাউন্সেলিংয়ের নির্ঘণ্ট প্রকাশ করেছে মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (MCC)। অফিসিয়াল ওয়েবসাইট mcc.nic.in-এ গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন প্রার্থীরা।মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে ২ নভেম্বর বিকেল ৫ টা পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। প্রার্থীরা ২ নভেম্বর সন্ধ্যা ৭ টা পর্যন্ত ফি জমা দিতে পারবেন। রেজিস্ট্রেশনের পর চয়েস ও লকিং চালু করা হবে। অর্থাৎ প্রার্থীরা কাউন্সেলিংয়ের এই পর্যায়ে নিজেদের পছন্দ অনু্যায়ী কোর্স ও কলেজ পছন্দ করতে পারবেন। প্রেফারেন্স ফর্ম পূরণ করতে পারবেন। মেধাতালিকার নিরিখে আসন বণ্টনের ক্ষেত্রে প্রার্থীর পছন্দকে গুরুত্ব দেওয়া হবে।প্রথম আসন বণ্টনের তালিকা আগামী ৫ নভেম্বর ঘোষণা করা হবে। যেসব প্রার্থীদের আসন বণ্টন করা হবে, তাঁদের আগামী ৬ থেকে ১২ নভেম্বরের মধ্যে নির্দিষ্ট কলেজে রিপোর্ট করতে হবে। সেখানে তাঁদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং শুরু হবে আগামী ১৮ নভেম্বর থেকে। এখনও পর্যন্ত দুটি পর্যায়ের কাউন্সেলিংয়ের কথা জানানো হয়েছে। এরপর যদি আসন খালি থাকে, সেক্ষেত্রে তৃতীয় পর্যায়ের কাউন্সেলিং হবে ১০ ডিসেম্বর।