আগামী ১১ অগস্ট হবে স্নাতকোত্তর পর্যায়ের সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা (NEET-PG)। শুক্রবার ন্যাশনাল বোর্ড এফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সসের (NBEMS) তরফে জানানো হয়েছে যে দুটি শিফটে পরীক্ষা হবে। নিট-পিজি পরীক্ষা দেওয়ার জন্য যে যোগ্যতামান অর্জন করতে হয়, সেটার কাট-অফ ডেট হল ১৫ অগস্ট (২০২৪ সাল)। তবে পরীক্ষার দু'ঘণ্টা আগে প্রশ্নপত্র তৈরি করা হবে কিন🧸া, সে বিষয়ে কিছু জানানো হয়নি। একটি মহলের তরফে দাবি করা হচ্ছিল যে ফাঁসের ঘটনা রুখতে NEET-PG পরীক্ষা শু꧂রুর দু'ঘণ্টা আগে প্রশ্নপত্র তৈরি করা হবে।
NEET-UG ও UGC-NET বিতর্কের মধ্যে পিছিয়ে যায় NEET-PG
এম๊নিতে গত ২৩ জুন NEET-PG পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু স্নাতক স্তরের সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা (NEET-UG) এবং ইউজিসি-নেট (UGC-NET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার জেরে পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে NEET-PG পরীক্ষা বꦜাতিল করে দেওয়া হয়েছিল। ২৩ তারিখ পরীক্ষা ছিল। ২২ জুন রাত ১০ টা নাগাদ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল যে পরীক্ষা বাতিল হয়ে যাচ্ছে। তা নিয়ে চরম উষ্মাপ্রকাশ করেছিলেন প্রার্থীরা। কারণ অনেকেই ততক্ষণে পরীক্ষাকেন্দ্রের শহরে চলে গিয়েছিলেন (যাঁদের বাড়ি দূরে)।
কেন NEET-PG পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছিল?
সেইসময় ন্যাশনাল বোর্ড এফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সসের সভাপতি অভিজাত শেঠ জানিয়েছিলেন যে নিট-পিজ পরীক্ষার পুরো ব্যবস্থা খতিয়ে দেখতে চাইছে শিক্ষা মন্ত্রক। পরীক্ষা প্রক্রিয়ার কোনও স্তরে যাতে কোনওরকম ফাঁক না থাকে, তা নিশ্চিত করার জন্যই একেবারে শেষমুহূর্তে নিট-পিজি পরীক্ষা পিছিয়ে দেওয় হয়েছে বলে জানিয়েছিলেন ন্যাশনাল বোর্ড এফ এক্সামিনেশনস ইন মেডিক্যা🐎ল সায়েন্সসের সভাপতি।
NEET-PG বাতিলের পরে দফায়-দফায় বৈঠক
সেইমতো নিট-পিজি পরীক্ষা আয়োজন নিয়ে শিক্ষা মন্ত্রক, আয়োজক সংস্থা ন্যাশনাল বোর্ড এফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সা🌱য়েন্সস, টেকনিকাল পার্টনার টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), ন্যাশনাল মেডিক্যাল কমিশন এবং সাইবার সেলের আধিকারিকরা একাধিকবার বৈঠক করেছেন। সূত্রের খবর, কীভাবে একেবারে নিখুঁতভাবে পরীক্ষা নেওয়া যায়, তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। ভবিষ্যতে যাতে পড়ুয়াদের এরকম অবস্থার মধ্যে না পড়তে না হয়, তা নিশ্চিত করতে বাড়তি জোর দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।