NEET Results 2020: অবশেষে প্রকাশিত ফল, পড়শি রাজ্য পেল প্রথম স্থানাধিকারী
1 মিনিটে পড়ুন Updated: 16 Oct 2020, 09:02 PM IST-
কীভাবে ‘অ্যানসার কি’ দেখে নম্বর জানতে পারবেন?
এখনও প্রকাশিত হয়নি সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার ফলাফল (নিট)। ফলপ্রকাশের আগেই সাইটে বিভ্রাট হয়েছিল। এখন অবশ্য সাইট খুলছে। তবে যেহেতু অ্যানসার কি প্রকাশিত হয়ে গিয়েছে, তাই পরীক্ষার্থীরা নিজ🦂েদের নম্বর জানতে পারছেন।
প্রতি সঠিক উত্তরের জন্য চার নম্বর যোগ করুন। প্রতিটি ভুল উত্তরের জন্য এক নম্বর বাদ দিতে হবে। nta.ac.in, ntaneet.nic.in এই দুটি ওয়েবসাইটে ‘অ্যানসার কি’ মিলবে। রেজাল্ট প্রকাশিত হলে সেখান থেকেই ফলাফল জানতে প🍨ারবেন প্রার্থীরা। স্কোরকার্ড দেখার জন্য অ্যাডমিট কার্ডের রোল নম্বরটি দিতে হবে।
সাইটে বিভ্রাট
অ্যানসার কি প্রকাশিত হলেও এখনও ফলাফল ঘো💯ষণা করা হয়নি।উলটে সাইটে বিভ্রাট হচ্ছে। অধিকাংশ প্রা꧙র্থী সাইট খুলতে পারছেন না। তা নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন।
ও এই দুটি ওয়েব সাইটে💃র যে কোনও একটিতে যেতে হবে।• download result লিঙ্কে ক্লিক করতে হবে।
• রেজিস্ট্রেশন নম্বর ও রোল নম্বর🌼 এন্টার করতে হবে।
• স্ক্রিনে ফলাফল দেখতে পাওয়া যাবে।
•🅠 ভবিষ্যতের জন্য ফলাফল ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাꦅখতে হবে।