নিট বা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (ইউজি) তথা ডাক্তারিতে বর্তির প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষার্থীরা কোন ভাষায় প্রশ্নপত্র পেতে পারেন, তা স্পষ্ট জানিয়ে একটি বিজ্ঞপ্ত প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। neet.nta.nic.in এই ওয়েবসা𒅌ইটে বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে নিট।
ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএর তরফে জানানো হয়েছে, যে সমস্ত পরীক্ষার্থীরা ইংরেজি ভাষায় এই পরীক্ষা দিতে চান, তাঁরা তা দিতে পারবেন। তবে যাঁরা হিন্দিতে পরীক্ষা দিতে চান, তাঁরা ইংরেজি ও হিন্দি দুটি ভাষার প্রশ্নপত্রই পাবেন। এছাড়াও অন্যান্য আঞ্চলিক ভাষাতে যাঁরা পরীক্ষা দিতে চান তাঁরাও ইংরেজি ভাষার সঙ্গে ওই সংশ্লিষ্ট ভাষার প্রশ্নপত্র পেতে পারেন। ফলত, পরীক্ষায় ইংরেজি প্রশ্নপত্র থ🦋াকবে পছন্দের আঞ্চলিক ভাষার সঙ্গে।
( নয়🎃া চুক্তিতে রাশিয়ার অপরিশোধিত তেল পৌঁছচ্ছে ক🌞রাচি বন্দরে! পাক তেল-কূটনীতি কোনপথে)
বিজ্ঞপ্তি বলছে, প্রতিটি আঞ্চলিক ভাষার পরীক্ষা নির্দিষ্ট কিছু পরীক্ষা কেন্দ্রে আয়োজিত হবে। যে রাজ্যের যে আঞ্চলিক ভাষা, সেই রাজ্যের কেন্দ্রেই হবে পরীক্ষা। যেমন বাংলায় যাঁরা পরীক্ষা দিতে চান, তাঁদের পরীক্ষা হবে পশ্চিমবঙ্গের কেন্দ্রে। তবে বাংলার প্রশ্নপত্র, ত্রিপুরা, আন্দামান নিকোবর 🥂দ্বীপপুঞ্জেও পাওয়া যাবে। তেমনই অহমিয়ায় যাঁরা পরীক্ষা দিতে চান, তাঁদের পরীক্ষা হবে অসমে। উল্লেখ্য, ভারতের বাইরের পরীক্ষার্থীরা ইংরেজিতে পরীক্ষা দিলেও, উর্দু ও হিন্দিতে লেখা প্রশ্ন পত্র পাওয়া যাবে কেবলমাত্র ভারতের অন্দরের পরীক্ষা কেন্দ্রে। গুজরাতি ভাষায় পরীক্ষা দেওয়া যাবে গুজরাট ছাড়াও দমন দিউতে। এছাড়াও দাদরা নগর হাভেলির পরীক্ষা কেন্দ্রেও গুজরাটি ভাষায় পরীক্ষা দেওয়া যাবে। কর্ণাটকে কন্নড় ভাষায় পরীক্ষা দেওয়া যাবে। ওড়িশার পরীক্ষা কেন্দ্রে ওড়িয়া ভাষা, কর্ণাটকে কন্নড়, কেরল কর্ণাটকে মালায়লম, তামিলে পরীক্ষা হবে তামিলনাড়ু, পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। অন্ধ্রপ্রদেশ ও তেলাঙ্গানা থেকে তেলুগু ভাষায় পরীক্ষা হবে।