আজ (শনিবার) নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী। কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিকে নেতাজির জন্মজয়ন্তীতে অনলাইন বক্তৃতা, ওয়েবিনার, অঙ্কন প্রতিযোগিতা, ভার্চুয়াল পোস্টার তৈরি, সাইক্যাথন, যোগাথন এইসব ক্রীড়া কর্মসূচির মাধ্যমে উদযাপন করতে বলল বিশ্ববিদ♐্যালয় মঞ্জুরি কমিশন (UGC)।
ইতিমধ্যে নেতাজির জন্মজয়ন্তী ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র। সরকারের তরফে জানানো হয়েছে, চলতি বছরের ২৩ জানুয়ারি থেকে গোটা এক বছর ধরে নানা🐠 কর্মসূচির মাধ্যমে নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপন করা হবে।
অধ্যক্ষ ও উপাচার্যদের চিঠি দিয়ে UGC জানিয়েছে, নেতাজির কাজ, আত্মত্যাগ ইত্যাদি স্মরণ করে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলি যেন এক বছর ধরে নানা কর্মসূচি পালন করে। কোভিড বিধি মেনেই তা যেন করা হয়। এরইমধ্যে কেন্দ্🀅রীয় শিক্ষা মন্ত্রক একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। সেখানে ছাত্র🔜ছাত্রীরা মন্ত্রকের টুইটার ও ফেসবুক পেজে নেতাজিকে নিয়ে তৈরি ভিডিয়ো শেয়ার করতে পারবে।
প্রতিযোগিতার কথা ঘোষণা করে মন্ত্রক জানিয়েছে, শিক্ষার্থীরা যেন ভিডিয়োগুলি শিক্ষা মন্ত্রক, রমেশ পোখরিয়ালকে ট্যাগ করতে যেন ভুলে না যা♚য়। সেইসঙ্গে #MyInspirationBoseji বা #MeriPrernaBoseji এই হ্যাশ ট্যাগগুলি যেন ব্যবহার করেন ছাত্রছা꧂ত্রীরা।