বৃহস্পতিবার প্রকাশিত হল সিইউইটি-পিজির ফলাফল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) বৃহস্পতিবার সারা দেশের ১৯৭টি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ভর্তির জন্য ‘কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট’র &n🅺bsp;ফলাফল ঘোষণা করেছে। এই ফলাফল ঘোষণা ঘিরে টুইট করেছেন ইউজিসির প্রধান এম জগদেশ কুমার।
উল্লেখ্য, এই পরীক্ষা হয়েছিল গত ৫ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে দুটি ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। চলতি বছরে এই পরীক্ষায় অংশ নেন ৪৫৮৭৭৪ জন পরীক্ষার্থী। সিইউইটি-ইউজির মতো এখনও এই পরীক্ষার পার্সেন্টাইল ঘোষণা করেনি ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সেক্ষেত্রে পরীক্ষার্থীর সংখ্যার নিরিখে পার্সেন্টাইল ঘোষণা করা হয়নি এবার। এজেন্সির তরফে যে নোটিফিকেশন শেয়ার করা হয়েছে, 𝐆তা সমস্ত বিশ্ববিদ্যালয়কেও পাঠানো হয়েছে। যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার্থীরা আবেদন করতে চলেছেন, সেই সমস্ত বিশ্ববিদ্যালয়ের কাছেও জানানো হয়েছে তথ্য। নোটিফিকেশন বলছে, ‘প্রার্থীদের আরও বিস্তারিত জানার জন্য সဣংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।’ এছাড়াও নোটিফিকেশনে বলে হয়েছে,'অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয় বা সংস্থার দ্বারা একটি মেধা তালিকা প্রস্তুত করা হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা প্রদত্ত সিইউইটি পিজি-২০২৩এর স্কোরকার্ডের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলি তাদের পৃথক কাউন্সিলিং সম্পর্কে সিদ্ধান্ত নেবে।' যে লিঙ্কে এই ফলাফল দেখা যাবে, তা হল । এখানে ক্লিক করে জানা যাবে ২০২৩ সিইউইটি-পিজির ফলাফল। ‘COMMON UNIVERSITY ENTRANCE TEST’ সংক্রান্ত এই ওয়েবসাইটে উপযুক্ত নাম রোল নম্বর দিলেই জানতে পারবেন ফলাফল।
( Monsoon Session: কুশꦯলবার্তা বিনিময়ে এগিয়ে এলেন মোদী, গুগলি দিলেন সোনিয়া, পুরো গল্প শোনালেন অধীর)
উল্লেখ্য, এই পরীক্ষাটি দেশের ২৭৯টি শহরে আয়োজিত হয়। এছাড়াও বিদেশের মাটিতে একাধিক জায়গায় এই পরীক্ষা অনুষ্ঠিত হয়🅠। সেই জায়গাগুলি হল- দোহা, দুবাই, মানামা, মাস্কট, রিয়াদ, শারজা এবং বাগমতি সহ বিদেশের বাইরের সাতটি শহরে পরিচালিত হয়েছিল। প্রতিষ্ঠানের তরফে দেওয়া তথ্য অনুসারে, রাষ্ট্রবিজ্ঞানের জন্য ২৯,১৬০ জন, ইতিহাসের জন্য ১৮,৩৮১ জন, ইংরেজিতে ১৯,৯৮২ জন, গণিতের জন্য ১৪,২🤪২১ জন, মনোবিজ্ঞানের জন্য ১০,২০৫ জন এবং প্রাণিবিদ্যার জন্য ১৮,৬৪৬ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন।
য়