কনস্টেবল পদে ১২ হাজার নিয়োগ হবে, ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভার। তা দ্রুত শেষ করতে দু'টির বদলে একটি পরীক্ষা করতে চাইছেন পুলিশকর্তারা। ফলে নিয়োগ পদ্ধতিতে গতি আসবে। আর এর জন্য প্রাথমিক এবং মূল লিখিত পরীক্ষার বদলে একটিই লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্ꦰতাব পাঠানো হয়েছে নবান্নে। বর্তমানে কনস্টেবল নিয়োগে প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা হয়। তারপরে শারীরিক মাপজোক এবং দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হলে মূল লিখিত পরীক্ষা। তাতে পাশ করলে মৌখিক পরীক্ষা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরো প্রক্রিয়া, প্রশিক্ষণ পর্ব শেষ করতে কমপক্ষে ছয়মাসের বেশি সময় লাগছে। ওই সময় কমাতেই একটি লিখিত পরীক্ষা করার প্রস্তাব। নিয়োগ পরীক্ষার শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ (♋অতিরিক্ত) তালিকা রাখার কথাও বলা হয়েছে প্রস্তাবে।
সূত্রের খবর, গত বছর প্রায় সাড়ে আট হাজার কনস্টেবল নিয়োগ হয়েছিলেন রাজ্য পুলিশে। সব প্রক্রিয়া শেষ করে প্রশিক্ষণের সময়ে দেখাܫ গিয়েছিল উত্তীর্ণ তালিকার বেশ কয়েক জন তাতে যোগদান করেননি। ফলে ওই আসন ফাঁকা রেখেই প্রশিক্ষণ শুরু হয়। পুলিশের একাংশের দাবি, তা এড়াতেই ওই রিজ়ার্ভ তালিকা তৈরি করা হবে। প্রশিক্ষণ শুরু হয়ে গেলে ওই রিজ়ার্ভ তালিকার কোনও অস্তিত্ব থাকবে না বলেও নবান্নে পাঠানো প্রস্তাবে বলা হয়েছে।
ন🐼বান্নের বিচারাধীন ওই প্রস্তাবে ওই ১২ হাজার পদের মধ্যে ১৫ শতাংশ পদ সিভিক ভলান্টিয়ারদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। আগে ছিল ১০ শতাংশ। প্রস্তাবে প্রাক্তন সেনাকর্মীদের জন্য পাঁচ শতাংশ সংরক্ষণ রেখে তাঁদের বয়স এবং শারীরিক দক্ষতায় ছাড় দেওয়ার কথা বলা হয়েছে।
প্রসঙ্গত, রাজ্যে বর্তমানে অনেকগুলি সর꧂কারি পরীক্ষায় নিয়োগ চলছে। অষ্টম শ্রেণি, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স𝕴্নাতক পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার চাকরির খবর একসঙ্গে পেয়ে যাবেন৷ চাকরি সম্বন্ধে বিস্তারিত জেনে আবেদন করুন৷
- ক্লার্ক ও স্টেনোগ্রাফার - আবেদনের শেষ তারিখ: ০৭/০২/২০২৪
- দমকল বিভাগ - আবেদনের শেষ তারিখ: আপডেট আসবে
- রাজ্য পুলিশে কনস্টেবল - আবেদনের শেষ তারিখ: আপডেট আসবে
- রাজ্যের অধীনস্থ জেলা পরিষদ দপ্তর
- পদের নাম- Medical Officer
- মোট শূন্যপদ- ৩৬ টি।
- শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ সহ হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা বিভাগে সংশ্লিষ্ট স্নাতক ডিগ্রি থাকতে হবে।
- মাসিক বেতন- সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এই পদে কর্মরত প্রার্থীদের প্রতি মাসে ১৬,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
- বয়সসীমা- ১ জানুয়ারি ২০২৪ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে। তফশিলি জাতিভুক্ত এবং অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।
- আবেদন পদ্ধতি- অফলাইন পদ্ধতিতে প্রস্তাবিত আবেদন পত্র জমা করতে হবে ইচ্ছুক প্রার্থীদের। অফিসিয়াল নোটিফিকেশনের নিচে থাকা আবেদনপত্রটি ডাউনলোড করে সেখানে সমস্ত প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর নোটিফিকেশনে উল্লিখিত ডকুমেন্টগুলি পূরণ করা আবেদন পত্রের সঙ্গে একত্রে করে সম্পূর্ণ আবেদনপত্রটি একটি মুখবন্ধ খামে ভরতে হবে। এরপর সেটিকে সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন আধিকারিক এর অফিসে জমা করতে হবে।
- আবেদনের শেষ তারিখ- ১৬ ফেব্রুয়ারি, ২০২৪।