ওএনজিসি-তে ৩১৩টি শূন্যপদে নিয়োগ চলছে। ফ্রেশারদের বিভিন্ন পদে ইন্টার্নশিপ দেওয়া হবে। গত ২২ সেপ্টেম্বর এই সকল শূন্যপদে আবেদনের সুযোগ মিলেছে। ভূ-বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েটরা গেট-২০২০-র ফলের ভিত্তিতে আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর শেষ তারিখ ১২ অক্টোবর। ওএনজিসির অফিশিয়াল ওয়েবসাইট - www.ongcindia.com -এ গিয়ে আবেদন জানাতে পারবেন আগ্রহীরা।জেনারেল/EWS/OBC শ্রেণীর প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৩০০ টাকা দিতে হবে। SC/ST/PwBD শ্রেণীর প্রার্থীদের আবেদন ফি বাবদ কোনও টাকা দিতে হবে না। অসংরক্ষিত এবং EWS বিভাগের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর এবং AEE (ড্রিলিং এবং সিমেন্টিং) পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ২৮ বছর। ওবিসি (নন-ক্রিমি লেয়ার) এর বয়সসীমা ৩৩ এবং AEE (ড্রিলিং এবং সিমেন্টিং) পদের জন্য ৩১ বছর। SC/ST প্রার্থীর বয়স সীমা ৩৫ বছর এবং AEE (ড্রিলিং এবং সিমেন্টিং) এর জন্য ৩৩ বছর। কীভাবে আবেদন জানাবেন?১) ক্যারিয়ার ট্যাবে ক্লিক করুন২) 'Recruitment of GTs in Engineering & Geoscience disciplines through GATE 2020 score'-লিঙ্কটি ক্লিক করুন৩) 'নিউ অ্যাপ্লিক্যান্টে' ক্লিক করুন৪) Gate 2020-র রেদিস্ট্রেশন নম্বর এবং ইমেল আইডি ভরুন।৫) ছবি ও সাইন আপলোড করুন৬) ফি জমা করুন