বাংলা নিউজ > কর্মখালি > ধাপে ধাপে SAIL-এর লক্ষ্মীলাভ, কীভাবে ফোর্বসের সেরার তালিকায় এলেন সোমা মন্ডল
Forbes' Asia's Power Businesswomen 2022: একজন সাধারণ শিক্ষানবিশ থেকে ধাপে ধাপে সংস্থার ডিরেক্টর। তারপর আরেক রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার প্রথম মহিলা চেয়ারপার্সন। সেখানেও দুর্দান্ত সাফল্য। স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার(SAIL) চেয়ারপার্সন সোমা মন্ডল নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা স্বরূপ। আর সেই কারণেই, ব্যবসা ক্ষেত্রে এশিয়ার সবচেয়ে ক্ষমতাশালী ২০ জন মহিলার তালিকায় স্থান পেলেন বাংলার মেয়ে। ফোর্বসের এশিয়াস পাওয়ার বিজনেস ওমেন ২০২২ তালিকায় নাম রয়েছে তাঁর। তিনি ছাড়া আরও ২ ভারতীয় মহিলা উদ্যোক্তা এই তালিকায় রয়েছেন। তাঁরা হলেন প্রসাধনী সংস্থা মামাআর্থের সহ-প্রতিষ্ঠাতা গজল আলাঘ এবং এমকিউর ফার্মার একেজিকিউটিভ ডিরেক্টর নমিতা থাপার। আরও পড়ুন: এশিয়ার সেরা ২০ মহিলা ব্যবসায়ীর তালিকায় বঙ𝓰্গতনয়া-সহ ৩ ভারতীয়!🌠 আছেন 'শার্ক'-ও