SBI PO Recruitment 2022: প্রবেশনারি অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আজ, ২২ সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যে সকল প্রার্থীরা SBI প্রবেশনারি অফিসার পদের জন্য আবেদন করতে চান, তাঁরা অফিসিয়াল ওয়েবসাইট- -এ গিয়ে আবেদন করতে পারেন। আবেদন করার শেষ তারিখ ১২ অক্টোবর ২০২২। এই নিয়োগের মাধ্যমে ১,৬৭৩টি পদ পূরণ করা হবে। আরও পড়ুন : নারীশক্তি: ৯ মাসের গর্ভবতী অবস্থায় পরীক্ষা দিয়ে IPS🌜 অফিসার হলেন শাহনাজ
SBI PO recruitment 2022: শূন্যপদের বিবরণ
মোট শূন্যপদ: ১,৬০০টি
ব্যাকলগে থাকা শূন্যপদ: ৭৩টি
SBI PO recruitment 2022: গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন শুরু- ২২ সেপ্টেম্বর ২০২২
SBI PO 2022-এর জন্য অনলাইনে আবেদন করার শেষ তারিখ ১২ অক্টো𒆙বর ২০২২
SBI PO প্রিলিমসের অ্যাডমিট কার্ড ডাউনলোড- 🍒২০২২ সালের ডিসেম্বরের প্রথম/দ্বিতীয় সপ্তাহ
🦩SBI PO 2022 প্রিলিমিনারি পরীক্ষার তারিখ- ১৭ থ💯েকে ২০ ডিসেম্বর ২০২২
SBI PO প্রিলিমসের ফল প্রকাশ- ডিসেম্বর ২০২২ / জানু🎃য়ারি ২০২৩
SBI PO ম🎐েইন পরীক্ষা জানুয়ারী ২০২৩ / ফেব্রুয়ারি ২০২৩
আরও পড়ুন : IBPS CR🌼P Clerk Result 2022🐎: প্রকাশিত ব্যাঙ্কের নিয়োগের রেজাল্ট, কীভাবে দেখবেন?
যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনও বিষয়ে স্নাতক বা কেন্দ্রীয় সরকার স্বীকৃত সমমানের যোগ্যতাসহ পাশ। স্নাতকের শেষ বছর/সেমিস্টারের পড়ুয়ারাও অস্থায়ীভাবে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে যদি ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়, তাঁদে🌠র ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে বা তার আগে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রমাণ জমা দিতে হবে।
বয়সসীমা- প্রার্থীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
নির্বাচন প্রক্রিয়া
প্রবেশনারি অফিসার স্তরীয় পরীক্ষার মতোই প্রশ্নপত্র হবে। প্রিলিমিনারি পাশের পর মেইন। এরপর ইন্টারভিউ🍌য়ের বৈতরণী পার হতে হবে। সাধারণত আইবিপিএস অফিসারের তুলনায় এসবিআই-এর পরীক্ষা আরও কঠিন হয়। তাছাড়া সীমিত সংখ্যক সিটের জন্য লক্ষ লক্ষ প൲রীক্ষার্থী পরীক্ষা দেন।
SBI PO বেতন : বেসিক পে ৪১,৯৬০ টাকা। এর উপর ভাতা যুক্ত হবে।