করোনা থেকে বাঁচতে গোটা বিশ্ব এখন লকডাউনে। লকডাউনে ঘরবন্দি পড়ুয়াদের জন্য বিকল্প ব্যবস༺্থা করেছে দেশের সরকার♏ি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি।
লকডাউনে জরুরি কাজ ছাড়া ঘরের 💞বাইরে বেরোনোর অনুমতি নেই কারও। কিন্তু তাই বলে এই বন্দি দশায় নিছক অলস জীবন যাপন করলে চলবে না। কর্মপ্রবাহ সচল রাখতে বহু সংস্থার কর্মীরা এখন ' ওয়ার্ক ফ্রম হোম' করছেন। তেমনই ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে বাড়িত🅷ে বসেই ক্লাস করানো শুরু করেছে সরকারি বেসরকারি একাধিক বিশ্ববিদ্যালয়।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের বহু বিভাগেই অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে। পড়ুয়াদের জন্য𒈔 অধ্যাপকরা ওয়েবসাইটে লেকচার, নোটস আপলোড করছেন।
কলকাতা বিভাগের যে সমস্ত বিভাগে অনলাইনে ক্লাস হচ্ছে সেগুলি হল- কম্পিউট🦄ার সায়েন্স, ইনফরমেশন টেকনলজি, লাইব্রেরি অ্যান্ড ইনফর♈মেশন সায়েন্স, এন ভায়রনমেন্টাল সায়েন্স।
পিছিয়ে নেই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিও। বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় লকডাউনের পর পরই অনলাইন ক্লাস শুরু করেছে। এদের মধ্যে রয়েছে অ্যাডামাস ইউনিভ😼াꦚর্সিটি।
অ্যাডামাস ইউনিভার্সিটি ডিজিটাল লার্নিং-এর মাধ্যমে ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছে। বাড়িতে বসেই ভিডিয়োর মাধ্যমে লেকচার দেবেন শিক্ষকরা। সেই সঙ্গে পিড𓆏িএফ-এ কেস স্টাডি, স্টাডিꦯ মেটেরিয়াল ছাত্রদের ইমেল করার ব্যবস্থাও রয়েছে।
ছাত্রছাত্রীদের কোনো রকম অসুবিধ🌼ে যাতে না হয়, সে জন্য মোবাইল ও সোশ্যাল সাইটেও যোগ💖াযোগ রাখছেন শিক্ষকরা।