রাজ্যে ফের কর্মসংস্থানের বিরাট সুযোগ। নিউটাউনের সিলিকন ভ্যালিতে একেবারে আধুনিক প্রযুক্তির স্মার্ট মিটার তৈরির কারখানা হবে। প্রায় পাঁচ একর জায়গার উপর তৈরি হবে এই কারখানা। প্রায় ৯০০-৯৫০ কোটি টাকার লগ্নি হবে এই কারখানায়। একজন-দুজনের নয়, প্রায় ৯০০০ জনের প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ হবে। অর্থাৎ🐼 আর ভিনরাজ্যে যেতে হবে না। চাকরি হবে বাংলাতেই।
এখানেই শেষ নয়। কাজের সুযোগ রয়েছে আরও। বিখ্য়াত আইটি সংস্থা কগনিজ্যান্ট সল্টলেকের সেক্টর ফাইভে তাদের ন🌠তুন ক্যাম্পাস তৈরি করবে। সেখানেও বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা। সেখানে অন্ඣতত ২০০০ জনের চাকরির সম্ভাবনা রয়েছে।
আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে জানা গিয়েছে, বৃহস্পতিবার বণিকসভা সিআইআইয়ের সভায় ইসক্রাইমেকো ইন্ডিয়ার এমডি মদন মোহন চক্রবর্তী জানিয়েছেন, নিউটাউনের সিলিকন ভ্যালিতে পাঁচ একরে আধুনিক প্রযুক্তির স্মার্ট মিটার তৈরির কারখানা গড়তে চলেছি। ৯০০-৯৫০ কোটি টাকা লগ্নি 🌟হবে। প্রত্যক্ষ কর্মসংস্থান হবে ৯০🌳০০ জনের।
এদিকে কাজের বাজার🌼 মন্দা বলে অনেকেই হা হুতাশ করেন। তবে এবার তাঁদের জন্য় একেবারে সুবর্ণ সুযোগ। এবার বিপুল চাকরির সুযোগ। আইটি সেক্টরে চাকরি পাওয়ার জন্য যার♒া মুখিয়ে থাকেন তাঁদের জন্য এবার বিরাট সুযোগ। কলকাতায় স্মার্ট মিটারের কারখানা তৈরি হবে সেখানে বিপুল কর্মসংস্থানের সুযোগ হতে পারে।
ইসক্রাইমেকো ইন্ডিয়ার এমডি মদন মোহন চক্রবর্তী জানিয়েছেন, ৯ লাখ বর্গফুট এলাকা জুড়ে তৈরি হবে কলকাতার কারখানা। দৈনিক ১০০০ মিটার তৈরির টার্গেট থাকবে। শীঘ্র𝕴ই এই কারখানা তৈরির কাজ শুরু হবে। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, এই স্মার্ট মিটার জল, গ্যাস ও বিদ্যুতের জন্য ব্যবহার করা যাবে। সমস্ত রাজ্যেই এটা ব্যবহার করা হয় বা হতে চলেছে। সেই বাজার ধরার জন্য়ই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। একাধিক রাজ্যের স্মার্ট মিটার সরবারহ করে এই সংস্থা। পশ্চিমবঙ্গেও তাদের স্মার্ট মিটার আসে।
অন্যদিকে ওই প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, কগনিজ্যান্টের কলকাতার অপারেশন হেড সাজিদ হুসেন জানিয়েছেন,🍨 সেক্টর ফাইভে নতুন যে অফিসটি রয়েছে সেটা কোভিডের পর থেকে বন্ধ। সেটাই নতুন করে তৈওরির পরে খুলছি। ১২-১৮ মাসের মধ্যে ২০০০ কর্মসংস্থান হবে। কলকাতায় বর্তমানে তাদের ১৯,০০০ কর্মী রয়েছে।
এদিকে মহীশূর ও হায়দরাবাদে এই সংস্থার দুটি কারখানা রয়েছে। এই দুই ইউনিট মিলিয়ে মাসে ৪০,০০০ স্মার্ট মিটার তৈরি হয়। কিন্তু তারা পশ্চিমবঙ্গ ও গুজরাটের পাশাপাশি গোটা ও কর্না🍌টককেও এই স্মা𒁃র্ট মিটার সরবারহ করতে চায়। সেকারণে কলকাতায় তারা ইউনিট খুলতে চাই। শীঘ্রই এই ইউনিট তৈরির কাজ শুরু হবে। এই কারখানায় বিপুল কর্মসংস্থানের সুযোগ থাকছে।
সেই সঙ্গেই কগনিজ্যান্ট যদি এই রাজ্যের তাদের নতুন ইউনিট তৈরি করে তবে সেখানেও💎 বিপুল কর্মসংস্থানের সুযোগ থাকবে।