স্টাফ সিলেকশন কমিশন SSC সিলেকশন পোস্ট ফেজ IX 2021-এ✅র বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২ সেপ্টেম্বর থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়াও শুরু হয়েছে। যে প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে চান তাঁরা SSC-র অফিসিয়াল সাইট ssc.nic.in- এর মাধ্যমে নিয়োগের জন্য আব🥂েদন করতে পারেন।
এই নিয়োগের মাধ্যমে SSC মোট ৩,২৬১ টি শূন্যপদ পূরণ করবে। প্রার্থীরা একটি ক্যাটাগরির পদের জন্য একবারই꧅ আবেদন করতে পারবেন। গুরুত্বপূর্ণ তারিখ, এলিজিবিলিটি, নির্বাচন প্র𓃲ক্রিয়া এবং অন্যান্য বিবরণের জন্য অফিশিয়াল ওয়েবসাইটে জানুন বিশদে। লিঙ্ক :
নির্বাচন প্রক্রিয়া:
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং উপরের স্তরের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার পদগুলির জন🧸্য অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস প্রশ্ন হবে। স্তর অনুযায়ী তিনটি পৃথক কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা হবে।
মূলত ৪টি বিষয় থেকে প্রশ্ন আসে। ইংরেজি ভাষা, দশম শ্রেণি স্তরের গণি𒐪ত, জেনারেল ইন্টেলিজেন্স ও জিকে-কারেন্ট অ্যাফেয়ার্স।
আবেদন ফি:
জেনারেল প্রার্থীদের জ🔥ন্য আবেদন ফি ১০০ টাকা। মহিলা প্রার্থী এবং তফসিলি জাতি (এসসি), তপশিলি উপজাতি (এসটি), প্রতিবন্ধী (পিডব্লিউডি) এবং প্রাক্তন সৈনিকদের (ইএসএম) কোনও ফি লাগবে না।