আজ প্রকাশিত হল JEE Mai🐷n-র ফলাফল। এর আগে গতকাল পর্যন্ত ফল প্রকাশ নিয়ে জল্পনা চললেও তখনও বিষয়টি নিয়ে পরীক্ষার আয়োজক ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তাতে পরীক🌠্ষার্থঈদের উদ্বেগ আরও বেড়েছিল। এর আগে JEE Main-র ‘অ্যানসার কি’ প্রকাশিত হওয়ার পর মনে করা হয়েছিল গত সপ্তাহেই ফলপ্রকাশ করা হতে পারে। তবে তা হয়নি। এরপর আজ সকালে সংবাদ সংস্থা এএনআই জানাল যে পরীক্ষার ফল প্রকাশ করেছে এনটিএ।
কীভাবে JEE Main 2022 session 1 Result দেখবেন?
> ন্যাশনাল টেস্টিং এজেন্সি🌜র (এনটিএ) অফিশিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in-তে যেতে হবে।
> হো🍌মপেজে 'JEE Main 2022 Result' লিঙ্ক ক্লি💧ক করুন।
> প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করতে হবে।
> আপ♔নার স্ক্রিনে🍎 জেইই মেনের প্রথম সেশনের রেজাল্ট দেখাবে।
> রেজাল্ট ডাউনলোড করে ভ🦩বিষ্যতের জন্য প্রিন্ট আউট করে রেখে দিন।
গত ২৪ জুন থেকে ২৯ জুন পর্যন্ত জেইই মেনের পরীক্ষা হয়েছিল🐼। তারপর প্রাথমিকভাবে 'অ্যানসার কি' প্রকাশিত হয়েছিল। তারইমধ্যে JEE Main session 2-র রেজিস্ট্রেশন লিঙ্ক আবার চালু করা হয়। শনিবার প♛র্যন্ত খোলা ছিল সেই লিঙ্ক। এই পরীক্ষা আগামী ২১ জুলাই থেকে ৩০ জুলাইয়ের মধ্যে হবে।