১ অগস্ট থেকে শুরু হবে ক্লাস। আবেদনের সময়সীমা সীমিত। বাংলায় পর্যটন কোর্স করতে চাইলে শীঘ্রই আবেদন জরুরি। পর্যটন কোর্সটির নাম ‘প্রসপেক্টস অফ ট্যুরিজম’। নেতাজি মুক্ত বিদ্যালয় এই দারুণ সুযোগ নিয়ে এসেছে। বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ সোশ্যাল সায়েন্সেস বিভাগের সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ ෴কোর্সটি পরিচালনা করবে।
কীভাবে এই কোর্স পড়ানো হবে
১) সম্পূর্ণ অনলাইনে পর্যটনের এই কোর্স পড়ানো হবে।
২) বাংলার পাশাপাশি ইংরেজিতেও নেওয়া হবে ক্লাস।
৩) কোর্সটির ক্লাস সংক্ꦍরান্ত সমস্ত তথ্য ൲ই-মেল মারফৎ পাঠানো হবে।
ꦇ৪)ফোনেও সবটা জানাবে মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
৫) ল্📖যাপটপ, কম্পিউটার, স্মার্ট ফোনের মাধ্𝕴যমেও ক্লাস করা যাবে।
৬) প্রতি সপ্তাহে ক্ল✅াস শেষে প্রশ্ন ও উত্তর পর্বের মাধ্যমে পড়ুয়াদের অ্যাসেসমেন্ট নেওয়া হবে।
৭) চাღকরিজীবিদের কথা ভেবে প্রতি সপ্তাহের শনি ও রবিবার ক্লাস নেওয়া হবে।
৮) ক্লাস শুরু হবে বিকেল ৫টায়।
৯) ൩এক থেক🐓ে দেড় মাস অর্থাৎ প্রায় ছয় সপ্তাহ পর্যন্ত চলবে কোর্স।
১০) কোর্স শেষ হয়ে গেলে সাপ্তাᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚহিক অ্যা♌সেসমেন্টের ভিত্তিতে পড়ুয়াদের সার্টিফিকেট দেওয়া হবে।
আবেদন কীভাবে করতে হবে?
আগ্রহীরা, যাঁরা আবেদন করতে চান, জরুরি নথি হিসাবে অবশ্যই তাঁদের কাছে অন্তত দ্বাদশ পাশের মার্কশিট ও সার্টফিকেট থাকতে হবে। অবশ্যই স্বীকৃত বোর্ড🌄 থেকে দ্বাদশ পাস করতে হবে। ১৫ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের জন্য সরাসরি নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়ে গিয়ে যোগাযোগ করার আগে তাদের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন। অনলাইনে কোর্সের জন্য ৫৯০ টাকা এবং অ্যাসেসমেন্ট ফি বাবদ ৫০০ টাকা জমা করতে হবে।
হঠাৎই ট্যুরিজম বা পর্যটন সম্পর্কে শেখানোর তাগিদ কেন
বর্তমানে সারা বিশ্বে 🐻পর্যটনের চাহিদা লাফিয়ে বাড়ছে। এমনিতেও আজকের কর্মজীবনে উৎসাহী পড়ুয়ারা জীবনের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সাধারণ ডিগ্রি কোর্সে বিশ্বাসী নন। তাই এবার তাঁদের পর্যটনের পাঠ পড়াতে এই অভিনব ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে তাই কর্তৃপক্ষের দাবি, বাংলার পাশাপাশি সারা দেশেই পর্যটনের চাহিদা ক্রমশ বাড়ছে। বিশাল একটা অর্থনৈতিক পরিস্থিতি এর সঙ্গেই পরিণতি পাচ্ছে। সেই কারণেই এবার পেশাদারিত্বকে নতুন স্বাদ দিতেই আনা হয়েছে ‘প্রসপেক্টস অফ ট্যুরিজম’।