College Admission in WB: রাজ্যের একাধিক কলেজে শুরু স্নাতকের অ্যাডমিশন প্রক্রিয়া, কতদিন আবেদন করা যাবে?
2 মিনিটে পড়ুন Updated: 25 May 2023, 05:43 PM IST-
ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ (স্নাতক)
উচ্চ꧂মাধ্যমিকের ফলপ্রকাশের মধ্যেই ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজে স্নাতক স্তরে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছে। জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সোশিয়োলজি, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, ইতিহাস, বাংলা, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিকসে অনার্স করা যাবে। বি.কম অনার্সও হবে।
ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজে অ্𝓰যাডমিশন𝓡ের লিঙ্ক -
রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ (রহড়া) (স্নাতক)
ইতিমধ্যে রহড়ার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী ১৩ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। তারপর অ্যাডমিশন টেস্ট হবে (কেমিস্ট্রি, অঙ্ক, ফিজিক্স, বোটানি, জু'লজি, মাইক্রোবায়োলজি এবংಌ কম্পিউটার সায়েন্স)।
রহড𓆏়ার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজে অ্যাডমিশনের ꦅলিঙ্ক -
সেন্ট জেভিয়ার্স কলেজ (স্নাতক)
অ্যাডমিশনের অনলাইন পোর্টাল চালু হয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজেও। তবে এখনও অনলাইনে আবেদনের শেষ দিন জানানো হয়নি। ইতিমধ্যে কলেজ কর্তৃপক্ষไের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র বাংলা স্নাতক ছাড়া যে কোনও বিষয়ের ক্ষেত্রে দ্বাদশ শ্রেণিতে ইংরেজিতে উত্তীর্ণ হতে হবে। সেন্ট জেভিয়ার্স কলেজে অ্যাডমিশনের লিঙ্ক -
(এইꦓ খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাܫউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup)