মঙ্গলবার প্রকাশিত হল ইউজিসি নেট জুনের (UGC-NET Jun🐭e) ফলাফল। পরীক্ষা শেষের ১৮ দিনের মাথায় ফল ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। প্রার্থীরা সাইটে গিয়ে ফলাফল দেখতে পারবেন। একইসঙ্গে ক্যাটেগরি-ভিত্তিক প্রতিটি বিষয়ের কাট-অফ মার্কসও প্রকাশ করা হয়েছে।
গত ২🙈৪ সেপ্টেম্বর থেকে ১৩ নভেম্বরের মধ্যে ইউজিসি নেট জুন/সেপ্টেম্বরের পরীক্ষা নিয়েছিল এনটিএ। করোনভাইরাস পরিস্থিতিতে জুনে সেই পরীক্ষার আয়োজন করা সম্ভব হয়নি। তারপর ১৭ নভেম্বর প্রাথমিকভাবে ‘অ্যানসার কি’ প্রকাশ করা হয়েছিল। গতকাল (সোমবার) চূড়ান্ত ‘অ্যানসার কি’ প্রকাশ করে পরীক্ষা আয়োজনকারী সংস্থা।
এবার ইউজিসি নেট জুনের জন্য ৮৬০,৯৭৬ জন নথিভুক্ত হয়েছিলেন। তবে পরীক্ষায় বসেছিলেন ৫২৬,৭০৭ জন। তাঁদের মধ্যে ‘অ্যাসিসট্যꦯান্ট প্রফেসর’ বা সহকারী অধ্যাপক পদের জন্য ৩,৬৭৬ জন যোগ্যতা অর্জন করেছেন। আর ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’-এর সুযোগ পেয়েছেন ৩২,৭৩৯ জন।
ইউজিসি নেট জুনের কাট-অফ মার্কস :
বাণিজ্য, হিন্দি এবং ইংরেজি বিষয়গুলি জন্য ইউজিসি নেট জুনের পার্সেন্টাইল কাট-অফ মার্কস :
কীভাবে দেখবেন ইউজিসি নেট জুনের ফলাফল (UGC-NET June Result 2020) :
১) সাইটে যান।
২) ‘UGC-NET June 2020 score’-এ ক্লিক করুন।
৩) নিজের অ্যাপ্লিকেশন 𝓡নম্বর 🐭এবং জন্মতারিখ দিয়ে লগইন করুন।
৪) আপন🅘ার ইউজিসি নেট জুনের ফলাফল (UGC-NET June Result 2020) স🉐্ক্রিনে দেখাবে। তা ডাউনলোড করে রেখে দিন।