UGC NET Result 2023 Alternative Career: দু'দিন পরে UGC NET-র রেজাল্ট প্রকাশিত হল! পাশ না করলে কেরিয়ারে কী কী সুযোগ আছে?
2 মিনিটে পড়ুন Updated: 19 Jan 2024, 12:45 PM IST-
UGC NET-এ অনুত্তীর্ণ হলে বিকল্প কেরিয়ার অপশন
UGC NET (ন্যাশনাল এলিজিবিটি টেস্ট) পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয় এবং কলেজে সহকারী অধ্যাপক হিসেবে সংশ্লিষ্ট প্রার্থীর যোগ্যতা নির্ধারণ করা হয়। সেইসঙ্গে 'জুনিয়র রিসার্চ ফেলোশিপ' হিসেবেও যোগ্যতা নির্ধারণ করা হয়ে থাকে। ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে সেই পরীক্ষা আয়োজনের দায়িত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কিন্তু UGC NET-র পরীক্ষায় সফল হতে পারেন না অনেকেই। 🅷বিশেষজ্ঞদের বক্তব্য, তাতে ভেঙে পড়লে চলবে না। বরং তাঁদের হাতে বিকল্প কেরিয়ারের আরও একাধিক সুযোগ আছে।
১) শিক্ষকতা: ২০১৮ সালে UGC NET-এ সাফল্য পেয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত প্রিয়াঙ্কা অরবিন্দ জানিয়েছেন,ﷺ যে প্রার্থীরা UGC NET-এ উত্তীর্ণ হতে পারেননি এবং শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকতে চান, তাঁরা সেটা করতে🤡 পারবেন। সেজন্য তাঁদের প্রয়োজনীয় ডিগ্রি লাগবে। উদাহরণস্বরূপ, স্কুলে পড়ানোর জন্য বিএডের প্রয়োজন আছে।
২) কেন্দ্রীয় বা রাজ্য সরকারি চাকরি: UGC NET-এ অনুত্তীর্ণ প্রার্থীরা সরকারি চাকরির পরীক্ষা দিতে পারেন। UPSC, SSC CGL, SSC CHSL, পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের (WBCS) মতো বিভিন্ন কেন্দ্রীয় বা রাজ্য সরকারি চা🅺করির পরীক্ষা দিতে পারবেন ওই প্রার্থীরা। শীঘ্রই পশ্চিমবঙ্গ পুলিশে ১২,০০০ কনস্টেবল নিয়োগ করা হবে। পঞ্চায়েত দফতরেও ৬,৭০০ শূন্যপদ পূরণ করবে সরকার।
৩) কর্পোরেট সেক্টর: কর্পোরেট দুনিয়ায় প্রবেশ করতে পারেন ওই প্রার্থীরা। নিজেদের যোগ্যতা এবং 🦂ডিগ্রির ভিত্তিতে🌠 তথ্যপ্রযুক্তি, লেখালেখির মতো ক্ষেত্রে যেতে পারেন।
৪) নিজের ব্যবসা বা স্টার্ট-আপ: কেউ চাইলে নিজের ব্যবসা খুলতে পারেন। স্টার্ট-আপের সুযোগও আছে। অনেকেই আবার UGC NET-র প্রস্তুতির জন্য কোচিং সেন্টার খোলেন। নিজেদের ෴যে অধরা স্বপ্ন থাকে, সেটা অন্যদের ক্ষেত্রে পূরণের চেষ্টা করে থাকেন।