ফের আবেদনের মেয়াদ বাড়ানো হল UGC- Nationa♎l Eligibility Test (UGC NET🉐) June 2020 সহ মোট ৪টি পরীক্ষার।
জওহরলাল 🌸নেহরু বিশ্ববিদ্যালয়ের ভরতির পরীক্ষা JNUEE 2020, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (ICAR 2020) ও জয়েন্ট CSIR- ন্যা🍸শনাল এলিজিবিলিটি টেস্ট (CSIR-NET June 2020), এই সমস্ত পরীক্ষায় আবেদনের সময় বাড়িয়ে ৩১ মে,২০২০ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।
এর আগে🎃 ICAR 2020, JNUEE 2020, ও CSIR NET June 2020 পরীক্ষায় আবেদনের শেষ তারিখ ছিল ১৫ মে এবং UGC NꩵET পরীক্ষার আবেদনের সময়সীমা ছিল ১৬ মে।
NTA-এর তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, করোনা সংকটকালে ছাত্রছাত্রী ও অভিভাকদের অসু💞বিধার কথা ভেবে এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে আসা আবেদনের ভিত্তিতে চারটি পরীক্ষার অনলাইন আবেদনের সময়সীমা বাড়ানো হল।
৩১ মে বিকেল ৫টার মধ্যে অনলাইন আবেদন জমা দিতে হবে এবং ൲রাত ১১.৫০ মিনিটের মধ্যে আবেদন ফি জমা দিতে হবে𝓡।
আবেদনকারীরা আবেদনের জন্য নির্দিষ্ট টাকা ক্রেডিট♚ কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, UPI বা Paytm এর মাধ্যমে জমা করতে পারবেন।
পরীক্ষা সংক্রান্ত স💙ঠিক ও বিস্তারিত খবর🌊 জানতে আবেদনকারীদের NTA-এর অফিসিয়াল ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।