বাংলা নিউজ > কর্মখালি > Unemployment Rate in India: উৎসবের মরশুমে সুখবর, একবছরে সর্বনিম্ন পর্যায়ে নামল বেকারত্বের হার
কোভিড অতিমারি এবং তার পরবর্তী সময়ে দেশে হু হু করে বেড়েছিল বেকারত্বের হার। প্রশিক্ষপ্রাপ্ত কর্মী থেকে কেরানি, উচ্চপদস্থ চারকিজীবী, দিনমজুর... অনেকেই চাকরি হারিয়েছিলেন। আর তারপর কোভিড চলে গেলেও অনেকেরই চাকরি পেতে সমস্যা হচ্ছিল। তবে কোভিড বিভীষিকা পিছনে ফেলে রেখে ফের সামনের দিকে এগিয়ে চলেছে দেশ। নতুন করে শক্তি বাড়াচ্ছে দেশের অর্থনীতি। এই আবহে তৈরি হচ্ছে কর্মসংস্থান। আর তারই প্রতিফলন দেখা গেল সাম্প্রতিক প্রকাশিত রিপোর্টে। সোমবার সরকার প্রকাশিত রিপোর্টে দাবি করা হল, অর্থনৈতিক বৃদ্ধির ফলে ভারতে কর্মসংস্থান বেড়েছে। এই আবহে গত একবছরে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে দেশের বেকারত্বের হার। (আরও পড়ুন: পুজোর আ𝔍গে ফের ঝাঁঝ বাড়ল ডিএ আন্দোলনের, ‘আরও এক দফায় বাড়বে মহার্ঘ ভাতা…’)