স্বয়ম প্ল্যাটফর্মের বিভিন্ন কোর্ওসের পরীক্ষার জন্য নতুন নিয়ম নির্ধারণ করেছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন। এতদিন, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি এনহ্যান্সড লার্নিংয়ের তরফে এই কোর্সগুলির পরীক্ষা নেওয়া হত। এবার সেই নিয়মে বদল এনেছে ইউনিভার্সিটি গ্রান্ট কমি✨শন বা ইউজিসি।
নতুন নিয়মের অধীনে, স্বয়ম কোর্স করছেন যে শিক্ষার্থীরা, তাঁরা নিজস্ব বিশ্ববিদ্যালয়েও পরীক্ষা দিতে পারবেন। সম্প্রতি, বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, কলেজের অধ্যক্ষ এবং স্বয়ম কর্তৃপক্ষ এই বিষয়ে বৈঠক করেছে। আলোচনার সময়, বিশ্ববিদ্যালয়গুলিই প্ল্যাটফর্মে কোর্স করা পড়ুয়াদের পরীক্ষ𒀰া নেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছিল। তারপরেই বিশ্ববিদ্যালয়গুলিকে স্বয়ম প্ল্যাটফর্মের কোর্সের পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে ইউজিসি।
আরও পড়ুন: (কত টাকা আয় করেন LIC এজেন্টরা? কাজ শ☂ুরুর জন্য আবেদন করবেন কীভাবে)
স্বয়ম প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের কেমন সুবিধা দেয়
স্বয়ম হল একটি অনলাইন প্ল্যাটফর্ম যা শীর্ষস্থানীয় শဣিক্ষা প্রতিষ্ঠান থেকে কোর্স অফার করে। স্বয়ম পোর্টালে উপলব্ধ দেশের সেরা শিক্ষকদের দ্বারা তৈরি এই কোর্সগুলো ইন্টারেক্টিভ। স্বয়ম পোর্টালে নবম শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত কোর্স পাওয়া যায়। এই কোর্সগুলি ডাউনলোড করা যেতে পারে। এই পোর্টালে উপলব্ধ কোর্সগুলি যে কেউ, যে কোনও জায়গায়, যে কোনও সময় বিনামূল্যে নিতে পারেন৷ তবে, সার্টফিকেট নেওয়ার জন্য পরীক্ষায় বসতে হয়। পরীক্ষার জন্য নির্দিষ্ট ফি দিতেই হয়। আর এই কোর্সগুলোকেই আরও বেশি শিক্ষার্থীদের ক🐻াছে পৌঁছে দিতে, আরও বেশি শিক্ষার্থীকে স্বয়ম কোর্সের মাধ্যমে ক্রেডিট অর্জন করার জন্য উৎসাহিত করতে এবং প্রয়োজনে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে এই পদক্ষেপ করেছে ইউজিসি।
নতুন নিয়মে কী কী উপকার পাবেন স্বয়ম কোর্সের শিক্ষার্থীরা
নতুন নিয়মের অধীনে, স্বয়ম কোর্সের শিক্ষার্থীরা নিজস্ব বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন। বিশ্ববিদ্যালয়গুল🍎ি নিয়মিত সেমিস্টার পরীক্ষার পাশাপাশি এই পরীক্ষাগুলিও নেবে। পড়ুয়ারা যদি কোনওভাবে স্বয়ম পরীক্ষা মিস করেন বা ফেল করেন, তাহলে পরবর্তী দুই সেমিস্টারে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। কোর্স রেজিস্ট্রেশন এবং ক্রেডিট ট্রান্সফারের জন্য, স্বয়ম টিমের সঙ্গে কাজ করতে, প্রতিটি বিশ্ববিদ্যালয়কে অবশ্যই একজন করে নোডাল অফিসার নিয়োগ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়মিত একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে মানানসই হবে।
আরও পড়ুন: (রাজ্য শুধু দিয়েছিল প্রস্তাব, মহিলাদের সন্ধ🦄্যা হলেই বাড𒈔়ি যেতে বলল কলকাতার কেন্দ্রীয় সরকারি সংস্থা)
কোন বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা নিতে পারবে
বিশ্ববিদ্যা♕লয় মঞ্জুরি কমিশন আইন, ১৯৫৬-এর ধারা ও (এফ) এর অধীনে তালিকাভুক্ত, ক্রেডিট ট💙্রান্সফারের জন্য, ইউজিসির নিয়ম মেনে কোর্স গ্রহণ করেছে, এমন বিশ্ববিদ্যালয়গুলো এই সুবিধা নিতে পারবে।
বিশ্ববিদ্যালয়গুলোকে নিম্নলিখিত পদক্ষেপ করতে হবে
- বিশ্ববিদ্যালয়ে বসেই স্বয়ম কোর্সের শেষ-মেয়াদী পরীক্ষা নিতে হবে পড়ুয়াদের।
- স্বয়ম কোর্সের ক্রেডিট সংখ্যা স্বয়ম প্ল্যাটফর্মে তালিকাভুক্ত করতে হবে।
- বিশ্ববিদ্যালয়কেই পরীক্ষার প্রশ্ন তৈরি, পরীক্ষার গ্রেডিং এবং ফলাফল ঘোষণা করতে হবে।
- যে শিক্ষার্থীরা স্বয়ম কোর্স সম্পূর্ণ করেছে, অ্যাসাইনমেন্ট এবং কুইজের অন্তত ৭৫ শতাংশ জমা দিয়েছে, সেই প্রত্যেক শিক্ষার্থীদের পরীক্ষা নিতে হবে।
- স্বয়ম পরীক্ষায় ৭০ শতাংশ নম্বর দেবে বিশ্ববিদ্যালয়। অ্যাসাইনমেন্ট এবং কুইজের ভিত্তিতে বাকি ৩০ শতাংশ নম্বর দেবেন স্বয়ম কোর্স কো-অর্ডিনেটররা।
আরও পড়ুন: (NIRF 2024: কোন রাজ্যে সবচ♒েয়ে ভালো কলেজ রয়েছে? শীর্ষে তামিলনাড়ু, বাংলা কত স্থানে জানুন)
নোডাল অফিসাররা কী কাজ করবেন
- স্বয়ম পোর্টালে শিক্ষার্থীদের তথ্য এবং অগ্রগতি অ্যাক্সেস করার জন্য, স্বয়ম টেকনিক্যাল টিমের কাছ থেকে লগইন বিশদ রাখতে হবে নোডাল অফিসারদের।
- স্বয়ম পোর্টালে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট এবং কুইজের স্কোর চেক করা এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য যোগ্যদের তালিকা তৈরির দায়িত্ব থাকবে তাঁদের উপর।
- শিক্ষার্থীদের স্বয়ম পরীক্ষার নম্বর, স্বয়ম পোর্টালে আপলোড করবেন তাঁরাই৷
- যে সব ছাত্রছাত্রীরা স্বয়ম পরীক্ষায় ফেল করেছেন বা মিস করেছেন, তাঁদের তালিকা করা। নির্দেশিকা অনুযায়ী পরবর্তী সেমিস্টারে পুনরায় পরীক্ষা নেওয়ার সময়সূচী প্ৰস্তুত করাও হবে নোডাল অফিসারদের দায়িত্ব।
- প্ল্যাটফর্মে লগ ইন করার সময় পড়ুয়ারা যাতে পরীক্ষার নম্বর দেখতে পায়, তা নিশ্চিত করার দায়িত্ব নোডাল অফিসারদের।
প্রসঙ্গত, স্বয়ম প্ল্যাটফর্মের বিষয়ে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিকে সহায়তা করার জন্য, ইউজিসি দু' টি সহায়ক নথি প্রদান করেছে, 'ইউনিভার্সিটি ড্যাশবোর্ড ব্যবহারকারী নির্দেশিকা' এবং 'স্বয়ম মক কোর্স গ্রহণের জন্য পদক্ষেপ'। আরও তথ্যের জন্য ইউনিভার্সিটি ไগ্রান্ট কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।