উত্তরপ্রদেশের মেডিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের তরফে ঘোষণা করা হয়েছে নিট ইউজি ২০২২ সালের র💞াউন্ড ২ এর ফলাফল। সেখানে আসন বণ্টন নিয়ে ফলাফল ঘোষিত হতেই স্পষ্ট হতে পারে ছাত্র ভর্তির সংখ্যা। দ্বিতীয় রাউন্ডের এই আসন বণ্টনের ফলাফল প্রতিষ্ঠানের ওয়েবসাইটে তুল🐎ে ধরা হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, এই ফলাফল ঘোষিত হয়েছে upneet.gov.in এই ওয়েবসাইটে। নিজের নিট আবেদন নম্বর ও রোল নম্বর দিয়ে এই ওয়েবসাইটে পরীক্ষার্থীরা লগ ইন করলেই জানতে পারব🦩েন তাঁদের প্রাপ্ত আসন। এছাড়াও দ্বিতীয় রাউন্ডে কতজন ভর্তি হয়েছেন, কতজনের আরও ভর্তি বাকি, তা নিয়েও দ্বিধা বা বিভ্রান্তি থাকলে তা জানতে পারবেন এই ফলাফল থেকে। উল্লেখ্য এক্ষেত্রে আসন প্রাপ্তি বা আসন ছাড়া নিয়ে সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজের ডিন-র সঙ্গে কথা বলার কথা জানিয়েছে ডিজিএমই উত্তরপ্রদেশ। প্রসঙ্গত, কোন কলেজে কত টাকা খরচ, তার হিসাবও ডিজিএমইর ওয়েবসাইটে রয়েছে। প্রসঙ্গত, এই ওয়েবসাইটে সরকারি মেডিক্যাল কলেজ ও বেসরকারি কলেজে খরচের পরিমাণও সেখানে বর্ণনা করা রয়েছে।
ইউপি নিট ই🦩উজি কাউন্সেলিংয়ের জন্য যে নথি প্রয়োজন ꦓতা হল,-
- বিদ্যালয় (দশম শ্রেণি) মার্কশিট এবং শংসাপত্র
-ইন্টারমিডিয🦋়েট (দ্বাদশ শ্রেণি) মার্কশিট এবং সার্টিফিকেট
-জাতি সংক্রান্ত শংসাপত্র
-আবাসিক শংসাপত্র (যদি প্রয়োজন হয়)
-নিট ২০২২ প্রবেশপত্র
-নিট২০২২ স্কোর কার্ড
-বৈধ ফটো আইডি প্রমাণ
-ইউপি নিট ইউজির বরাদ্দ পত্র