গ্রন্থাগার অনেক। অভাব পর্যাপ🦄্ত কর্মীর। রয়েছে প্রচুর শূন্যপদ। এবার তা পূরণেই উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রন্থ🍰াগারে প্রায় ৭৩৮ জনকে চাকরি দেওয়া হবে।
জেলাভিত্তিক শূন্যপদ:
দুই ২৪ পরগনা, হুগলি, পূর্ব🔴 বর্ধমানে ৫০ জনেরও বেশি।
পূর্ব ও পশ𝄹্চিম মেদিনীপুর জে🍸লায় যথাক্রমে ৪৪ এবং ৪০ জন।
নদিয়া - ৩৭ জন।
মুর্শিদাবাদ - ৩৬ জন।
কলকাতা - ৪০ জন।
বীরভূম - ৩৮ জন।
কবে থেকে প্রক্রিয়া শুরু?
প্রতিটি জেল﷽ায় ১০ মে'র মধ্যে বাছাই কমিটি তৈরি হয়েছে। আগামী ১৭ মে শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ🦂িত হবে।
আবেদন হবে অনলাইনে
আগামী ১০ জুন পর্যন্ত অনলাইনে আবেদন প্রক্রিয়া চল🅠বে।
কবে নাগাদ ইন্টারভিউতে ডাক?
আগামী ২৪ জুন নাগাদ ইন্টারভিউ লিস্ট প্রকাশিত হবে।
কবে ইন্টারভিউ?
আগামী ১৮-১৮ জুলাইয়ের মধ্যেই ইন্টারভিউ নেওয়া হবে।
প্রসঙ্গত, ২০২১ সালে ফেব্রুয়ারি মাসেই এই নিয়োগে সবুজ সংকেত দিয়েছিল অর্থ দফতর। কিন্তু করোনা পরিস🌟্থিতির কারণে তা বারবার পিছিয়ে দেওয়া হয়।
তবে গ্রন্থাগার মন্ত্রী জানি♓য়েছেন, রাজ্যে লাইব্রেরিগুলিতে মোট শূন্যপদের সংখ্যা ৪,০০০-র বেশি। ফলে আগামিদিনে নিয়োগের পরিমাণ আরও বৃদ্ধি করা হবে।