পশ্চিমবঙ্গ পুলিশে প্রায় ১০,০০০ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। কনস্টেবল, মহিলা কনস্টেবল, সাব-ইন্সপেক্টর, মহিলা সাব-ইন্💧সপেক্টর এবং সাব-ইন্সপেক্টর (পুরুষ সশস্ত্র বাহিনী অর্থাৎ আর্মড ফোর্স)-এ মোট ৯,৭২০ পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
শূন্যপদের বিবরণ:
• কনস্টেবল -৭,৪৪০।
• মহিলা কনস্টেবল - ১,১৯২ জন।
• সাব-ইন্সপেক্টর- ৭৫৩ জন
• মহিলা সাব-ইন্সপেক্টর- ১৫০ জন
• পুরুষ সশস্ত্র সাব-ইন্সপেক্টর -১৮৫ জন
নিয়োগ সংক্রান্ত বিশেষ তথ্য:-
(১) সবকটি শূন্যপদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ০১.০১.২০✱২১ -এর মধ্যে ২০ থেকে ২৭ বছরের মধ্যে হ💫তে হবে। এক্ষেত্রে তফশিলি জাতি এবং উপজাতি প্রার্থীরা বয়সের সর্বোচ্চ সীমায় পাঁচ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা সর্বোচ্চ তিন বছর ছাড় পাবেন।
(২) কনস্টেবল পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পর🌳ীক্ষায় পাশ করতে হবে এবং বাংলায় লিখতে, পড়তে ও কথা বলতে জানতে হবে (দার্জিলিং ও কালিম্পং জেলার প্রার্থীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়)।
(৩) সাব-ইন্সপেক্টর পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমতুল্য ডিগ্রির ⭕অধিকারী হতে হবে এব💟ং বাংলায় লিখতে, পড়তে ও কথা বলতে জানতে হবে (দার্জিলিং ও কালিম্পং জেলার প্রার্থীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়)।
(৪) কনস্টেবল পদে আবেদনের ক্ষেত্রে অসংরক্ষিত প্রার্থীদের আবেদন ফি ১৭৫ টাকা (ডেবিট, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিলে); ১৯৩ টাকা ('সহজ তথ্যমিত্র কেন্দ্র' থেকে জমা দিলে); ২০৬ টাকা (পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে জমা দিলে) লাগবে। 🐷এক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের শুধুমাত্র ২০ টাকা 'প্রসেসিং ফি' বাবদ জমা দিতে হবে জিএসটি সহ।
(৫) সাব-ইন্সপেক্টর পদে আবেদনের ক্ষেত্রে অসংরক্ষিত প্রার্থীদের আবেদন ফি ২৭৫ টাকা (ডেবিট, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দিলে); ২৯৩ টাকা ('সহজ তথ্যমিত্র কেন্দ্র' থেকে জমা দিলে); ৩০৬ টাকা (পঞ্জাব ন্যাশনাল ব্যꦑাঙ্কে জমা দিলে) লাগবে। এক্ষেত্রে তফশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের শুধুমাত্র ২০ টাকা 'প্রসেসিং ফি' বাবদ জমা দিতে হবে জিএসটি-সহ।
(৬) আবেদনের সময়সꦐীমা আগামী ২০ ফেব্রুয়ারি বিকেল পাঁচটা পর🥀্যন্ত।
(৭) আবেদন অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই𒅌 করা যাবে। অনলাইন আবেদনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফ🌱িসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।