প্রকাশিত হল পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার (WBCS) বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ২৮ ফেব⛦্রুয়ারি থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন চলবে আগামী ২১ মার্চ পর্যন্ত। আগামী জুনে WBCS-র প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে বলে পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে।
WBCS পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ
- অনলাইনে WBCS পরীক্ষার আবেদন শুরুর তারিখ: ২৮ ফেব্রুয়ারি, ২০২৩।
- অনলাইনে WBCS পরীক্ষার আবেদন শেষ হওয়ার তারিখ: ২১ মার্চ, ২০২৩ (দুপুর ৩ টে পর্যন্ত)।
- অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ: ২১ মার্চ, ২০২৩ (দুপুর ৩ টে পর্যন্ত)।
- অফলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ: ২২ মার্চ, ২০২৩ (তবে ২১ মার্চের মধ্যে ব্যাঙ্কের চালান বের করে নিতে হবে)।
- আবেদনপত্র সংশোধন করার সময়: ৩১ মার্চ থেকে ৬ এপ্রিল, ২০২৩।
শিক্ষাগত যোগ্যতা
- যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।
- বাংলা পড়তে, লিখতে এবং বলতে পারার ক্ষমতা (যে পরীক্ষার্থীদের মাতৃভাষা নেপালি, তাঁদের ক্ষেত্রে এই নিয়ম প্রয়োজ্য হবে না)।
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন🐼ের তরফে জানানো হয়েছে, অনলাইনে আবেদন প🎀্রক্রিয়া শেষ হওয়ার মধ্যে সেই যাবতীয় যোগ্যতা পূরণ করতে হবে।
বয়সসীমা
যে প্রার্থীরা আবেদন করবেন, তাঁদের ন্যূনতম বয়স ২১ হতে হবে। যাঁদের বয়স ৩৬-র মধ্যে, তাঁরা আবেদন করতে পারবেন। ২০২৩ সালের ১ জানুয়ারির ভিত্তিতে নির্ধারণ করা হবে। অর্থাৎ ১৯৮৭ সালের ২ জানুয়ারির আগে যাঁরা জন্মগ্রহণ করেছেন এবং যা🌟ঁরা ২০০২ সালের ১ জানুয়ারির পরে জন্মগ্রহণ করেছেন, তাঁরা WBCS পরীক্ষা দিতে পারবেন না।
আরও পড়ুন: পড়ুয়ার মৃত্যুতে টনক ন🐭ড়ল IIꦍT-র? শুরু পাঠ্যক্রম ‘হালকা’ করার তোড়জোড়
)