পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের (WBCS) প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হল। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in-তে গিয়ে প্রার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। যে পরীক্ষা হবে আগামী ১৬ ডিসেম্বর (শনিবার)। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, প্রার্থীদের ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করে হবে। তারপর সেই অ্যাডমিট কার্ডের প্রিন্ট-আউট করতে হবে প্রার্থীদের। যা বাধ্যতামূলকভাবে পরীক্ষার দিন পরীক্ষাকেন্দ্রে নিয়ে যেতে হবে। নাহলে পরীক্ষায় বসত🎐ে পারবেন না প্রার্থীরা।
WBCS প্রিলিমিনারি পরীক্ষার জন্য কী কী নথি নিয়ে যেতে হবে?
পশ্𒉰চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রার্থীদের দুটি স্ট্যাম্প সাইজ ছবি নিয়ে যেতে হবে। একই ছবি হতে হবে দুটিই। সেইসঙ্গে অরিজিনাল সচিত্র পরিচয়পত্র নিয়ে যেতে হবে প্রার্থীদের। যে তালিকায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটকার্ডের মতো সচিত্র পরিচয়পত্র আছে। অর্থাৎ যে কোনও একটির অরিজিনাল কপি নিয়ে গেলেই হবে। আর অ্যাডমিট কার্ড তো নিতেই হব🔯ে প্রার্থীদের।
কীভাবে WBCS প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে?
১) পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কম⛦িশনের অফিসিয়াল ওয়েবসাইট -তে যেতে হবে।
২) হোমপেজের ডানদিকে 'Candidate's Corner'-র 'DOWNLOAD ADMIT-CARD (FOR WﷺRITTEN/ SCREENING TEST𒊎)' ক্লিক করতে হবে প্রার্থীদের।
৩) তাহল𒀰ে একটি নয়া পেজ খুলে যাবে। সেখানে 'ADVT. NO. 01/2023 -- WEST BENGAL CIVIL SERVICE (EXE.) ETC. (PRELIMINARY) EXAMINATION, 2023.(ADVT. NO. 01/2023)' দেখতে পাবেন প্রার্থীরা। পাশেই আছে ‘Click Here’। তাতেই ক্লিক করতে হবে।
৪) সেই নয়া পেজের উপরেই লেখা আছে 'Download Admit Card -- WEST BENGAL CIVIL SERVICE (Exe.) 🧜etc. (PRELIMINARY👍) EXAMINATION, 2023.(Advt. No. 01/2023)'। সেটার নীচেই লেখা আছে 'DOWNLOAD YOUR ADMIT CARD'। তারপর এনরোলমেন্ট নম্বর বা প্রথম নাম এবং জন্মতারিখ দিয়ে 'Search'-এ ক্লিক করতে হবে।
WBCS প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড𒊎ের ডিরেক্ট লিঙ্ক -
আরও পড়ুন: সিভিল সার্ভিস পরীক্ষার টপারদের ছবি দিয়ে অ্যাড দেওয়ার ওপর রাশ টা�ღ�নছে কেন্দ্র