রাজ্য জয়েন্টের মেধাতালিকায় আবারও সিবিএসই বোর্ডের পড়ুয়াদের দাপট দেখা গেল। সেখানে প্রথম দশে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের মাত্র তিন পড়ুয়া আছেন। কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) এক পড়ুয়া জায়গা করে নিয়েছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাসের প্রথম দশের মধ্যে ছয়জনই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) পড়ুয়া। তবে সার্বিকভাবে সংসদের পড়ুয়াদের ফলাফলে সন্তোষপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গেরജ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২০২৩ সালের পশ্চিমবঙ্গ জয়েন্টের মেধাতালিকা
১) মহম্মদ সালিম আখতার: দিল্লি পাবলিক স্কুল রুবি পার্ক, কলকা🐼তা, সিবিএসই।
২) সোহম দাস: দিল্লি꧂ পাবলিক স্কুল রুবি পার্ক, 🐻কলকাতা, সিবিএসই।
৩) সারা মুখোপাধ্যায়: বাঁকুড়া বঙ্গ বিদ্যা𒈔লয়, পশ্চিম বর্ধমান, উচ্চমাধ্যমཧিক শিক্ষা সংসদ।
৪) সৌহার্দ্য দণ্ডপﷺাট: মেদিনীপুর কলেজিয়েট স্কুল, পশ্চিম মেদিনীপুর, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
৫) অয়ন গোস্বামী: হেমশিলা মডেল স্কুল, পশ্♏চি🃏ম বর্ধমান, সিবিসিএই।
৬) অরিত্র অম্বু๊ধ দত্ত: নারায়ণা স্কুল, উত্তর ২৪ পরগনা, সিবিএসই।
৭) কিন্তন সাহা: মা ভারতী সিনিয়র সেক𒊎েন্ডারি স্কুল, রাজস্থান, সিবিএসই। 🧸;
৮) সাগ্নিক নন্দী: বাঁকুড়া জিলা স্কুল, বাঁকুড়া, উ൩চ্চমাধ্যমিক শিক্ষা সংস🐻দ।
৯) রক্তিম কুꦛণ্ডু: দিশা ডেলফি পাবলিক স্কুল, রাজস্থান,꧑ সিবিএসই।
১০) শ্রীরাজ চন্দ্র: হোলি এঞ্জেল স্কুল, পূর্ব বর𝓡্ধমা🐻ন, আইএসসি।
আরও পড়ুন: WBJEE 2023 Toppe🐼r: উচ্চমাধ্যমিকে ৪৮৪, জয়েন্টে চতুর্থ, মেদিনীপুরের♏ ছেলে বললেন ‘এটা রকেট সায়েন্স নয়’
গতবারও পশ্চিমবঙ্গ জ🍎য়েন্টে মাত্র তিনজন ছিলেন উচ্চমাধ্যমিকের শিক্ষা সংসদের পড়ুয়া। প্রথম চারে তো পশ্চিমবঙ্গ বোর্ডের কোনও পড়ুয়া ছিলেন না। পঞ্চম স্থানে ছিলেন কোচবিহারের জেনকিনস স্কুলের কৌস্তভ চৌধুরী। এবার সেখানে তৃতীয় এবং চতুর্থ স্থানাধিকারী পশ্চিমবঙ্গ বোর্ডের হলেও প্রথম দশে থাকা প্রতনিধির সংখ্যা তিনেই আটকে গিয়েছে☂।
বোর্ডভিত্তিক জয়েন্টে ফলাফল (উত্তীর্ণ প্রার্থীদের নিরিখে)
১) পশ্চিমবঙ্গ উচ্চমাꦡধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE): ৫১,৩৪৫ (৫২.৯৮ শতাংশ)।
২) সিবিএসই: ২৮,০২৭ (২৮.৯২ শতাংশ)।
৩) অন্যান্য বোর্ড: ১৫,৩৯৯ (১৫.৮৯ শতাংশ)।
৪) আইএসসি: ২,১৪১২ (২.২১ শতাংশ)।
সংসদের পড়ুয়াদের সেই সার্বিক ফলাফলে সন্তোষপ🐻্রকাꦓশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘২০২৩ সালের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার শীর্ষ স্থানাধিকারী এবং পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন প্রান্তের সফল প্রার্থীদের অভিনন্দন জানাচ্ছি। আমি অত্যন্ত আনন্দিত যে মোট সফল প্রার্থীদের মধ্যে ৫৩ শতাংশ প্রার্থীই পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) পড়ুয়া। চলতি বছর সফল মহিলা প্রার্থীদের হার ২৭.৫ শতাংশ। তোমাদের অসাধারণ রেজাল্টে আমরা গর্বিত । আমি সফল পড়ুয়া, তাদের বাবা-মা ও শিক্ষকদের অভিনন্দন জানাই।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার ജলিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4auꦯp)