রাত পোহালেই প্রকাশিত হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল। শুক্রবার (৭ অগস্ট) বেলা একটার সময় র ( বা ) তরফে আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করা হবে। দুপুর♛ আড়াইটে থেকে ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারবে🌳ন পরীক্ষার্থীরা।
রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজগুলির আসন ভরতি করার কথা মাথায় রেখে চলতি বছর উচ্চ মাধ্যমিকের আগে𝓡ই ২ ফেব্রুয়ারি জয়েন্ট পরীক্ষা হয়েছিল। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৮ হাজার ৮০০। দ্রুত ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও করোไনাভাইরাস পরিস্থিতিতে তা সম্ভব হয়নি। অবশেষে শুক্রবার সেই ফল প্রকাশিত হতে চলেছে। পরীক্ষার্থীরা তালিকায় নাম জানার পাশাপাশি ব়্যাঙ্ক কার্ডও ডাউনলোড করতে পারবেন। প্রকাশিত হবে মেধাতালিকাও।
কীভাবে পরীক্ষার ফল (WBJEE Result 2020) দেখবেন?
১) পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইඣটে () যান♍।
২) WBJEE Result 2020 লিঙ্কে ক্লিক করুন।
৩) নিজের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে Submit করু🥀ন।
৪) স্কℱ্রিনে আপনার রেজাল্ট (WBJEE Result 2020) দেখাবে। তা ভবিষ্যতের জন্য ℱডাউনলোড করে রেখে দিন।
পরীক্ষার ফল (WBJEE Result 2020) জানার অন্য ওয়েবসাইট :
সাইটে গিয়েও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।