বাংলার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিল পশ্চিমব♔ঙ্গ সরকার। রাজ্যের পৌরসভাগুলিতে একাধিক শূন্যপদের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
এই সমস্ত পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন জানাত𒈔ে পারবেন প্রার্থীরা। ন্যূনতম যোগ্যতামান হিসেবে ধার্য করা হয়েছে মাধ্যমিক পাশ। আবেদন করতে পারবেন নারী-পুরুষ উভয়েই। রাজ্যের যে কোনও স্থানের বাসিন্দার🐲া শুন্যপদের জন্য আবেদন করতে পারবেন।
শুধুমাত্র অনলাইন আবেদনপত্রই গৃহীত হবে। আবেদন করার সবিস্তার প🦂দ্ধতি দেখে 🍒নেওয়া যাক।
আবেদন প্রক্রিয়া:🦂 সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। অন্য কোনও পদ্ধতিতে আবেদন করলে তা গ্রাহ্য হবে না।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ পৌরসভা।
শূন্য পদের সংখ্যা: ৭১।
বয়স সীমা: ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
কর্মস্থল: পশ্চিমবঙ্গের পৌরসভা।
মাসিক বেতন: যোগ্যতার ভিত্তিতে বেতন নির্দিষ্ট হবে।
পদের নাম: মেডিক্যাল অফিসার (৫৩) এবং ল্💟যাবরেটরি টেকনিশিয়ান (গ্রেড ৩) ১৮।
শিক্ষাগত যোগ্যতা: মেডিক্যাল অফিসার- (MBBS যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে)। সেই সঙ্গে থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েশন শংসাপত্র।
ল্যাবরেটরি টেকনিশিয়ান- 🌟দশম শ্রেণি পাশ (পশ্চিমবঙ্গ শিক্ষা বোর্ড থেকে) ও সেꦗই সঙ্গে ল্যাবরেটরি টেকনিশিয়ান কোর্সের ডিপ্লোমাধারী হতে হবে।
প্রার্থী বাছাই প𝓰দ্ধতি: প্রাথমিক পর্যায়ে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রাথী বাছাই করা হবে। যাঁরা লিখিত পরীক্ষায় পাশ করবেন, তাঁদের ইন্টারভিউ অথবা পার্সোনাল টেস্টের মাধ্যমে বেছে নেওয়া হবে।
আবেদনের ফি: জেনারেল বা ওবিসি ১৫০ টাকা, প্রসেসিং চার্জ ৫০ টাকা + ২০ টাকা, তফ𓂃সিলি জাতি ও উপজাতির ক্ষেত্রে প্রসেসিং চার্জ ৫০ টাকাꦉ + ২০ টাকা।
আবেদনপত্র পাঠানোর শেষ দিন: ৪ সেপ্টে💝ম্বর, ২০২০।