শুভব্রত মুখার্জি:- বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটার নিঃসন্দেহে বিরাট কোহলি। প্রাক্তন ভারতীয় অধিনায়ক ক্রিকেটে🔥র তিন ফর্ম্যাটেই সমানভাবে সাবলীল। ব্যাট হাতে গড়েছেন একাধিক নজিরও। সদ্য শেষ হওয়া বছরে ব্যাট হাতে কার্যত স্বপ্নের ফর্মে ছিলেন তিনি। যার পুরস্কার তিনি পেয়েছেন বৃহস্পতিবারেই। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে বৃহস্পতিবারেই গত বছরের ভালো পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ ওডিআই ফর্ম্যাটে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। বিশ্ব ক্রিকেটের প্রথম ক্রিকেটার হিসেবে চারবার ওয়ানডে ফর্ম্যাটের বর্ষসেরা ক্রিকেটার হয়ে নজির গড়েছেন তিনি। পাশাপাশি গড়ে ফেলেছেন আরও একটি নজির।
প্রথম ক্রিকেটার হিসেবে ১০টি আইসিসি পুরস্কার জয়ের নজির গড়েছেন তিনি।বর্ষসেরা এবং দশকসেরা ক্রিকেটার হয়ে সবমিলিয়ে এই দশটি পুরস্কার পেয়েছেন তিনি। যে নজির নেই আর কোন ক্রিকেটারের। ২০১০ সালে বিরাট কোহলি প্রথমবার আইসিসি পুরস্কার জিতেছিলেন। ২০১০ সালে জিতেছিলেন আইসিসির দশক সেরা ক্রিকেটারের পুরস্কার। ২০১০ সালেই জি🌺তেছিলেন দশক সেরা ওডিআই ক্রিকেটারের পুরস্কার। ২০১২ সালে জিতেছিলেন বর্ষসেরা ওডিআই ক্রিকেটারের পুরস্কার। ২০১৭ সালে জিতেছিলেন বর্ষসেরা (তিন ফর্ম্যাট মিলিয়ে) ক্রিকেটারের পুরস্কার।
এখানেই শেষ নয় ২০১৭ সালেই জেতেন ওডিআই ফর্ম্যাটে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার। ২০১৮ সালটা ছিল তাঁর কাছে স্বপ্নের মতন। এই বছর তিনি তিনটি আইসিসি পুরস্কার পান। জিতেছিলেন বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার। পেয়েছিলেন টেস্ট এবং ওডিআই ফর্ম্যাটে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও। ২০১৯ সালে জেতেন আইসিসির স্পিরিট অফ ক্রিকেট পুরস্কার। আবার ২০২৩ সালে তিনি জিতলেন ওডিআই ফর্ম্যাটে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার। উল্লেখ্য গত ওডিআই বিশ্বকাপেও দুরন্ত ব্যাট করেছেন বিরাট। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ বাদ দিয়ে রান পেয়েছেন সব ম্যাচে। করেছেন মোট ৭৫৪ রান। পেয়েছেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কারও। তাঁর দুরন্ত পারফরম্যান্সে ভর করেই ওডিআই বিশ্বকাপের ফাইনালে খেলেছিল ভারত। যদিও ফাইনালে হারতে হয় অস্ট্রেলিয়ার কাছে। এই বিশ্বকাপেই ওডিআই ফর্ম্যাটে সচিন তেন্ডুলকরের করা সর্বাধিক শতরানের (৪৯) নজিরও ভেঙেছেন তি🌟নি।