শুভব্রত মুখার্জি:- দীর্ঘদিন বাদে পাকিস্তানে ফিরতে চলেছে আইসিসি ট্রফি। ২০২৫ সালেই চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠি𝄹ত হবে পাকিস্তানে। ফেব্রুয়ারি মাসেই পাকিস্তানে হবে এই চ্যাম্পিয়ন্স ট্রফি। আটটি দলকে নিয়ে খেলা হবে এই আইসিসি ট্রফি। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবথেকে বড় প্রশ্ন হল যে আদৌও কি ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে? দুই দেশের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে দীর্ঘদিন। ফলে দুই দেশের মধ্যে এই মুহূর্তে এক দশকের উপর সময় হয়ে গিয়েছে তারা কোন দ্বিপাক্ষিক সিরিজ খেলে না।একমাত্র আইসিসি বা এসিসির ট্রফিতে মুখোমুখি হয় দুই দেশ। এমন আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ। তাঁর বক্তব্য তিনি নাকি ৫০ শতাংশ নিশ্চিত যে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে আসবে।
আরও পড়ুন… Duꦏrand Cup 2024 Final: বিশাল কাইথের সাফল্যের রহস্য কী? টাইব্রেকারের আগে কে দেন বিশেষ টিপস?
প্রায় সাত বছর পরে ফিরতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই চ্যাম্পিয়ন্স ট্রফি। চলবে ৯ মার্চ পর্যন্ত। তবে এই টুর্নামেন্ট খেলতে ভার𓂃তীয় দল আদৌও পাকিস্তান আসবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অসমর্থিত সূত্রে জানা গিয়েছে ভারত নাকি ইতিমধ্যেই এই টুর্নামেন্ট পাকিস্তানে না খেলার কথা জানিয়ে দিয়েছে। তাদের পক্ষ থেকে নিরপেক্ষ অন্য কোন ভেন্যুতে খেলতে যাওয়ার দাবি ইতিমধ্যেই জানানো হয়েছ💖ে। এরপরেও রশিদ লতিফ দাবি জানিয়েছেন তিনি নিশ্চিত পাকিস্তান সফরে আসবে ভারতীয় দল।তিনি নাকি এই বিষয়ে ৫০ শতাংশ নিশ্চিত।
আরও পড়ুন… ভিডিয়ো: কোহলি বা সচিন নয়, KKR-এর অলরাউন্ডার বেঙ্কটেশ আইয়ারের🔯 প♛ছন্দের ক্রিকেটার হলেন…
নিজের ইউটিউব চ্যানেলে রশিদ লতিফ জানিয়েছেন, ‘এটা যদি সত্যি হয় যে জয় শাহ আইসিসির চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তাহলে এটাও সত্যি যে পাকিস্তান তাঁকে সমর্থন করেছে। পিসিবি জয় শাহকে সাপোর্ট দিয়েছে। তাই এই বিষয়টা দেখার পরে আমি একটা বিষয়ে ৫০ শতাংশ নিশ্চিত যে ভারত, পাকিস্তানে আসছে।’ প্রসঙ্গত জয় শাহ ২০১৯ সাল থেকে বিসিসিআইয়ের সেক্রেটারি ছিলেন জয় শাহ। টানা ছয় বছর তিনি সেক্রেটারি থাকার পরে তিনি এবার আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে চলেছেꦬন। ১ ডিসেম্বর থেকে তিনি এই দায়িত্ব নেবেন। এই সময়েই শেষ হয়ে যাচ্ছে জর্জ বার্কলের মেয়াদকাল। পাশাপাশি এই মুহূর্তে এশিয়ান কꦍ্রিকেট কাউন্সিলের প্রধান হিসেবেও দায়িত্বে রয়েছেন জয় শাহ।
আরও পড়ুন… Durand Cup 2024 Final: শুভাশিস বসুর চোট, চাপে রয়েছে রক্ষণ! ফাইনালের আগে সমস্𒅌যায় মোহনবাগান
রশিদ লতিফ অবশ্য জয় শাহর ভূয়সী প্রশংসাও করেছেন। প্রশাসক জয় শাহর প্রশংসা করেছেন তিনি। আশা প্রকাশ করেছেন আইসিসিকে নতুন দিশা দেখাবেন জয় শাহ। তিনি জানিয়েছেন, ‘জয় শাহ প্রশাসক হিসেবে যে কাজ করেছেন তা দুর্দান্ত। ক্রিকেটের উন্নতিতে এবং প্রসার ঘটাতে তাঁর অবদান অনস্বীকার্য। সেটা সে বিসিসিআইয়ের প্রশাসক হিসেবে হোক কিংবা আইসিসির প্রশাসক হিসেবে দুই ক্ষেত্রেই যথেষ্ট সফল।’ উল্লেখ্য পাকিস্তান শেষবার কোন আইসিসি ট্রফির আয়োজন করেছিল ১৯৯৬ সালে। সেবার তারা💜 ভারত এবং শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে আয়োজন করেছিল আইসিসির ওয়ানডে বিশ্বকাপের। ২০২৩ সালে পাকিস্তান এশিয়া কাপের আয়োজন করেছিল। তবে ♛সেবারও ভারত, পাকিস্তানে খেলতে যায়নি। তারা সেবার তাদের ম্যাচগুলো খেলেছিল শ্রীলঙ্কাতে।