ফের অস্ট্রেলিয়ার মাঠে উঠে এলো মজাদা💦র চিত্র। মেলবোর্নে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের মধ্যে দ্বিতীয় টেস্ট চলাকালীন জায়ান্ট স্ক্রিনে ধরা পড়ে এক যুগলের অন্তরঙ্গ মুহূর্ত। এবার মেলবোর্ন রেনেগেডস বনাম মেলবোর্ন স্টার্স ম্যাচ চলাকালীন এক সমর্থক তাঁর বান্ধবীকে প্রপোজ করলেন। গ্যালারি থেকে উঠে আসা এই দৃশ্য দেখে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম। একাংশ এটি দেখে হাসলেও, একাংশ এর প্রশংসা করেন। এমনকী এই দৃশ্যটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও। আর এমন ভিডিয়ো ভাইরাল হওয়া মানেই চোখের নিমেষে গোটা বিশ্বে ছড়িয়ে যা🥃ওয়া। তবে সব মিলিয়ে, এই যুগলের এমন কীর্তি মন ছুঁয়েছে নেটিজেনদের। প্রশংসা কুড়িয়েছে তাদের ভালোবাসা।
তখন চলছিল দ্বিতীয় ইনিংসের খেলা। দুজনে করছিলেন দুটি আলাদা দলকে সমর্থন। চ্যানেল ৭-য়ের ধারাভাষ্যকার জেসন রিচার্ডসন স্ট্যান্ডে দাঁড়িয়ে সাক্ষাৎকার নিচ্ছিলেন সেই যুগলের। সেই মুহূর্তে তিনি ভারতীয় পুরুষকে জিজ্ঞেস করেন দুজনের আলাদা দল সমর্থন সম্পর্কের উপর কোনও রকমের প্রভাব ফেলেছে কিনা। জবাবে সেই ভ💜ারতীয় পুরুষ জানান কোনও দিনই এই জিনিস তাদের সম্পর্কে প্রভাব ফেলেনি। পাশাপাশি, তিনি আরও দাবি করেন যে দুজনেই গ্লেন ম্যাক্সওয়েলের বড় ভক্ত।
সাক্ষাৎকার চলাকালীন সেই পুরুষ নিজের পকেট থেকে আংটি বার করে তাঁর 'ল☂েডি লাভ'কে প্রপোজ করে বসেন এবং সেই মহিলা সঙ্গে সঙ্গেই হ্যাঁ করে দেন। এই জবাব শুনে স্টেডিয়ামে উপস্থিত সকল মানুষই আনন্দে ফেটে পড়েন। তবে জেসন রিচার্ডসন প্রথমদিকে একটু চমকে যান। এই মুহূর্তটি ইন্টারনেটে ছড়൩িয়ে পড়তে প্রশংসা করেছেন বহু নেটিজেনও।
উল্লেখ্য, এদিন একটি বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ছিল। ১৪ ওভারের ম্যাচ ঘোষণা করা হয়। প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৭ রান তোলে মেলবোর্ন রেনেগেডস। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন দক্ষিণ আফ্রিকার তারকা উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক। মেলবোর্ন স্টার্সের বোলারদের মধ্যে দুটি উইকেট তোলেন ড্যানিয়েল লরেন্স। এছাড়া একটি করে উইকেট পান জোয়েল প্যারিস, গ্লেন ম্যাক্সওয়েল, ইমাদ ওয়াসিম, মার্ক স্টেকিট এ♑বং বিউ ওয়েবস্টার। জবাবে রান তাড়া করতে নেমে ১৩ ওভার শেষ হওয়ার আগেই ২ উইকেট ছাড়িয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় মেলবোর্ন স্টার্স। সর্বোচ্চ ৪৬ রান করেন ওপেনার থমাস রজার্স। এছাড়াও ৩২ রানের দ্রুত গতির ইনিংস খেলেন অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল। দুটি উইকেটের মধ্যে একটি পান টম রজার্স এবং একটি তোলেন পিটার সিডেল। ম্যাচের সেরা হন গ্লেন ম্যাক্সওয়েল।