শুভব্রত মুখার্জি:- ভারতীয় সিনিয়র পুরুষ দলের হয়ে দীর্ঘদিন কোচিং করিয়েছেন আর শ্রীধর। দীর্ঘদিꦚন তিনি বিরাট, রোহিতদের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন। এবারে তাঁকে দেখা যাবে সম্পূর্ণ এক অন্য ভূমিকাতে। আফগানিস্তান সিনিয়র পুরুষ ক্রিকেট দলের সহকারী কোচের দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে। বুধবারে♊ই এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে। আফগানিস্তানের আসন্ন দুই সিরিজের জন্য আপাতত তিনি রশিদ খানদের সহকারী কোচের দায়িত্ব সামলাবেন।
আꩲফগানিস্তান দল একটি ওয়ান অফ টেস্ট খেলবে নিউজ𓆉িল্যান্ডের বিপক্ষে। ভারতে তাদের হোম গ্রাউন্ড নয়ডাতে এই ম্যাচটি খেলবে তারা। এর পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে তারা।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ এসিবির তরফে বুধবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে ভবিষ্যতে তারা শ্রীধরকে দীর্ঘ সময়ের জন্যও এই দায়িত্বে দেখতে চায়। তাঁর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির পরিকল্পনাও রয়েছে তাদের। উল্লেখ্য ৫৪ বছর বয়সী শ্রীধর দ🎉ীর্ঘদিন ভারতের ফিল্ডিং কোচ থেকেছেন। ২০১৪ সালের অগস্ট থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত তিনি এই দায়িত্ব সামলেছেন।
ভারতের হয়ে ৩০০টিরও বেশি আন্তর্জাতিক ম্যাচে তিনি ফিল্ডিং কোচের দায়িত্ব সামলেছেন। ২০১৫ এবং ২০১৯ আইসিসি ওডিআই বিশ্বকাপ, ২০১৬ 🅘এবং ২০২১ টি-২০ বিশ্বকাপেও তিনি ছিলেন ভারতের ফিল্ডিং কোচ। ২০১৪-২০১৭ তিনি আইপিএ♊লের ফ্র্যাঞ্চাইজি পঞ্জাব কিংসের স্পিন বোলিং কোচের দায়িত্ব সামলেছেন।
লেভেল-থ্রি সার্টিফায়েড কোচ একজন তিনি। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের সহকারী কোচের দায়িত্বও পালন করেছেন। ২০০৮-১৪ এনসিএতে সহকারী কোচের পাশাপাশি স্পিন বোলিং কোচের দায়িত্বও সামলেছেন তিনি। পাশাপাশি ♕তিনি ভারতের ৩৫টি প্রথম শ্রেণীর ম্যাচ এবং ১৫টি লিস্ট-এ ম্যাচেও খেলেছেন।
আরও পড়ুন:- IPL 2025 Player Retention: এই ৫ ক্রিকেটারকে নিলা☂মের আগে ছেড়ে দিতে পারে RCB
এসিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘ আফগানিস্তান ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে আর শ্রীধরকে। আশা করা হচ্ছে তিনি এই ꦦরোলে যথাযথভাবে তাঁর দায়িত্ব পালন করবেন। আমরা ভবিষ্যতে তাঁর সঙ্গে আরো দীর্ঘমেয়াদি চুক্তির আশা রাখি।’
প্রসঙ্গত গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্সে ওয়ান অফ টেস্টে নিউজিল্যান্ড♚ের বিপক্ষে খেলবে আফগানিস্তান। লাল বলের ক্রিকেটে দুই দেশের মধ্যে এটাই হবে প্রথম ম্যাচ।