২০২৪-এর টি-২০ বিশ্বকাপ জয়ের জন্য তিনজনের কৃতিত্বকে কুর্নিশ জানালেন রোহিত শ🎶র্মা। তাঁর দাবি, ভারতের আ🥃ইসিসি ট্রফি খরা কাটানোর পিছনে এই তিনজনের কৃতিত্ব অস্বীকার করা যাবে না। সেই সঙ্গে হিটম্যান ক্রিকেটবিশ্বকে প্রচ্ছন্ন হুঁশিয়ারিও ছুঁড়ে দিয়েছেন যে, তাঁর ট্রফি জয়ের খিদে মরে যায়নি। অর্থাৎ, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জেতার জন্য মরিয়া হয়ে ঝাঁপাবেন রোহিত।
গত জুনেই মহেন্দ্র সিং ধোনির পরে ভারতের দ্বিতীয় ক্যাপ্টেন হিসেবে টি-২০ বিশ্বকাপের ট্রফি হাতে তোলেন রোহিত শর্মা। মাঝে ১৭ বছরের দীর্ঘ ব্যবধানটাই এক্ষেত্রে ক্যাপ্টেন হিসেবে রোহিতের কৃতিত্বকে বিশেষ করে তুলেছে। ভারত এর আগে শেষবার আইসিসি ট্রফি জেতে ২০১৩ সা𓆉লে। সেবার ধোনির🍌 নেতৃত্বেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে টিম ইন্ডিয়া।
সুতরাং, দীর্ঘ ১১ বছর পরে ফের আইসিসি ট্রফি আস🌼ে বিসিসিআইয়ের ক্যাবিনেটে। বুধবার মুম্বইয়ে সিয়েট ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ডের আসরে উপস্থিত ছিলেন রোহিত শর্মা। তিনি বর্ষসের আন্তর্জাতিক ক্রিকেটারের খেতাব জেতেন। সেই মঞ্চেই তিনি ভারতের বিশ্বকাপ জয়ের জন্য প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়, নির্বাচকপ্রধান অজিত আগরকর ও বিসিসিআই সচিব জয় শাহকে কৃতিত্ব দেন। ২০২৩-এর ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে হারের পরে ভারতীয় দলের ২০২৪-এর টি-২০ বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর জন্য এই ৩ জনের উল্লেখযোগ্য অবদান রয়েছে বলে জানান রোহিত।
আরও পড়ুন:- IPL 2025 Player Retention: এই ৫ ক্রিকেটারকে নিলামের﷽ আগে ছেড়ে দিতে প𒁃ারে RCB
ভারত অধিনায়ক বলেন, ‘আমার স্বপ্ন ছিল ফলাফল, পরিংখ্যানের কথা খুব বেশি না ভেবে এই দলটার মানসিকতা বদলানোর। এমন একটা পরিবেশ তৈরি করা, যাতে সবাই অকারণ এটা-সেটা না ভেবে মাঠে নেমে খোলা মনে ক্রিকেট খেলতে পারে। এটা দরকার ছিল এবং আছেও। আমি এক্ষেত্রে তিন 💞স্তম্ভের কাছ থেকে বিস্তর সাহায্য পেয়েছি, যাঁরা হলেন জয় শাহ, রাহুল দ্রাবিড় এবং নির্বাচকপ্রধান অজিত আগরকর। যা করেছি, সেটা আমার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াত। অবশ্যই খেলোয়াড়দের অবদান ভোলা যাবে না মোটেও।’
২০২৫ সালে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাই꧅নাল। ক্যাপ্টেন রোহিতের চোখ রয়েছে সেই ২টি ইভেন্টে। এই প্রসঙ্গে রোহিত, ‘আমি কেন ৫টি আইপিএল ট্রফি জিতেছি, তার একটা কারণ রয়েছে। আমি থামতে চাই না। যখন আপনি ম্যাচ জয়ের, ট্রফি জয়ের স্বাদ পেয়ে যান, আপনি থামতে চাইবেন না এবং দলকে আরও ট্রফির জন্য টেনে নিয়ে যাবেন। আমরা ভবিষ্যতে আরও সাফল্যের জন্য চেষ্টা চালিয়ে যাব।’