শুভব্রত মুখার্জি:- ক্রিকেট ইতিহাসে অন্যতম শক্তিধর দেশ অস্ট্রেলিয়া। এই মুহূর্তে তাদের ওয়ানডে ফর্ম্যাট এবং টেস্ট ফর্ম্যাটে অধিনায়ক প্যাট কামিন্স। দলের 🦄নায়ক হিসেবে সমস্ত ধরনের সফলতা পেꦗয়েছেন তিনি বিশ্ব মঞ্চে। জিতেছেন ২০২৩ ওডিআই বিশ্বকাপ। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসরে জয়ী হয়েছেন তিনি। শেষবার অ্যাসেজেও ড্র করে তাঁরা ধরে রেখেছেন ঐতিহাসিক 'আর্ন'। পাশাপাশি ২০২১ সালে টি-২০ বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ক্রিকেটীয় কেরিয়ারে তাঁর প্রাপ্তির ভান্ডার প্রায় পরিপূর্ণ বলা যেতে পারে। এমন আবহে ২০২৮ সালে অলিম্পিক্সে অন্তর্ভুক্ত হতে চলেছে ক্রিকেট। এবার অলিম্পিক গেমসেও পদক জয় তাঁর লক্ষ্য। তা স্পষ্ট করে দিয়েছেন দীর্ঘকায় এই অজি পেসার।
আরও পড়ুন… WCPL 2024: নাইট রাইডার্সে শুরু হল জেমিমা, শিখাদের নতুন ইনিংস! ঝুলনের কাঁধে বড় দ꧃ায়িত্ব
২০২৮ সালের অলিম্পিক গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে। সেই গেমসে প্যাট কামিন্স খেলতে পারবেন কিনা তা সময় বলবে। তবে এই গেমসে খেলতে তিনি মুখিয়ে রয়েছেন। সেই ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। ইএসপিএন ক্রিকইনফোর তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে যেখানে তিনি তাঁর এই ইচ্ছার কথা জানিয়েছেন। প্যাট কামিন্স জানিয়েছেন, ‘বিষয়টা (অলিম্পিক গেমসে খেলা) দুর্দান্ত হবে। শেষ কয়েক সপ্তাহ ধরে আমি প্যারিস অলিম্পিক গেমস দেখেছি। আর এরপর আরও বেশি উত্তেজনা আমি অনুভব করেছি। এই ভেবে উত্তেজনা অনুভব করেছি যে পরের অলিম্পিক্সেই ক্রিকেট খেলা অন্তর্ভুক্ত হয়েছে। আমি সেইখানে খেলার বিষয়ে আরও বেশি উত্তেজিত। সত্যি বলছি আমরা স্বপ্নেওও ভাবিনি যে ক্রিকেট অলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত হতে চলেছে।’
আরও পড়ুন… I💟PL 2025: Kolkata Knight Riders রিটেন না করলে 'প্ল্যান বি' তৈরি কর♏ে রেখেছেন রিঙ্কু সিং?
তিনি আরও যোগ করে বলেন, ‘এখনও চার বছর বাকি রয়েছে (অলিম্পিক গেমসের)। অনেক কিছুই হতে পারে। অনেক সমীকরণ বদলে যেতে পারে। কেউ জানে না কী হবে। কেউ জানে না কী বদলে যাবে। তবে দেশের হয়ে প্রতিনিধিত্ব যদি করতে পারি বিষয়টা দুর্দান্ত হবে। অলিম্পিক গেমসে অস্ট্রেলিয়ার হয়ে প্রতিনিধিত্ব করার অনুভূতিটাই আলাদা হবে।’ এই বছরের শেষ দিকেই ভারত, অস্ট্রেলিয়া সফরে যাবে। শেষ দুটি অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজ জিতেছে ভারতীয় দল। পাশাপাশি অজিরা ভারতে এসেও টেস্ট সিরিজে ভারতকে হারাতে পারেনি। 𒅌ফলে এখন পর্যন্ত কামিন্সের কাছে অধরা থেকে গিয়েছে বর্ডার-গাভাসকর ট্রফ♈ি। আসন্ন সিরিজে নিজের ট্রফি কেবিনেটে এই শিরোপাও রাখতে তিনি বদ্ধপরিকর থাকবেন।