১৫ অক্টোবর থেকে শুরু হয়েছে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচের দ্বিতী✅য় দিনে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা দ্রুত রান তোলেন। তবে এর পর পাকিস্তানের বোলাররাও ভালো কামব্যাক করেছেন। দ্বিতীয় দিনের খেলা শেষে ইংল্যান্ডের স্কোর এখন ৬ উইকেটে ২৩৯ রান এবং তারা এই মুহূর্তে ১২৭ রানে পিছিয়ে রয়েছে। দ্বিতীয় দ🍰িনের খেলায় কী হয়েছিল জেনে নেওয়া যাক।
দ্বিতীয় দিনের খেলা শুরু হয় পাকিস্তানের ব্যাটিং দিয়ে-
৫ উইকেটে ২৫৯ রান🍌 নিয়ে দ্বিতীয় দিনের ইনিংস শুরু করে পাকিস্তান। পাকিস্তান এদিন তাদের স্কোর আরও ১০৭ রান বাড়াতে পারে এবং ৩৬৬ রান করে প্রথম ইনিংসে পাকিস্তান দল অলআউট হয়ে যায়। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ১১৮ রান করেন কামরান গোলাম। সাইম আইয়ুব ৭৭ রান করেন। মিডল অর্ডারে মহম্মদ রিজওয়ান ৪১ ও আমির জামাল ৩৭ রান করেন। আঘা সলমনও করেছেন ৩১ রান। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন জ্যাক লিচ।
আরও পড়ুন… IPL 2025: বাংলার নবীন তারকাকে ধরে রাখবে ন꧑া Delhi Capitals, বাদ যাচ্ছেন ওয়🐲ার্নারও
শুরু হয় ইংল্যান্ডের ব্যাটিং-
মুলতান ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের প্রথম ইনিংস ৩৬৬ রানে গুটিয়ে যায়। এরপর ইংল্যান্ড দুর্দান্ত ব্যাটিং করে দ্বিতীয় দিনে ৪০ ওভারে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২০৩ রান করে। তবে এরপরে ৪২তম ওভার থেকে ধাক্কা খেতে থাকে ইংল্যান্ড। আসলে এদিন ইংল্যান্ডের হয়ে ইনিংস ওপেন করতে নামেন জ্যাক ক্রাওলি ও বেন ডাকেট। ১৩তম ওভারে ইংল্যান্ডকে প্রথম ধাক্কা দেন নোমান আলি। ব্যক্তিগত ২৭ রানে জ্যাক ক্রোলিকে আউট করেন আলি। এরপর ডাকেট অলি পোপের সঙ্গে ইনিংস সা🤪মলে নেন এবং স্কোরকে ১২৫ রানে নিয়ে যান।
জো রুট ও বেন ডাকেট ইনিংস সামলান-
২৪তম ওভারে ইংল্যান্ডের দ্বিতীয় উইকেটের পতন হয়। এক প্রান্ত ধরে রেখে ডাকেট এরপর জো রুটের সঙ্গে তৃতীয় উইকেটে ৮০ রানের জুট🤡ি গড়েন। এই সময়ে ডাকেট ৩৯তম ওভারে একটি চার মেরে নিজের সেঞ্চুরি পূর্ণ করে▨ন। ১২০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এই সেঞ্চুরির মাধ্যমে ডাকেট অনেক বড় রেকর্ড নিজের নামে করে ফেললেন।
আরও পড়ুন… IND v AUS: রোহিতের অবর্তমানে অস্ট্রেলিয়ায় ওপেন করবে কে? গিল ও রাহুলের মধ্যে কাকে বাছলেন কুম্𝓀বলে
ইতিহাস গড়ে বেন ডাকেট-
এটি ডাকেটের টেস্ট কেরিয়ারের চতুর্থ সেঞ্চুরি। এর মধ্যে ৩টি সেঞ্চুরি এসেছে বিদেশের মাটিতে। শুধু তাই নয়, টেস্ট ম্যাচে ১৫ বার হাফ সেঞ্চুরি করেছেন বেন ডাকেট। এর মধ্যে নয়টি ১০০ বা তার চেয়ে বেশি স্ট্রাইক-🍸রেটে এসেছে, যা জো রুটের সঙ্গে ইংඣল্যান্ডের যৌথ-সর্বোচ্চ (যিনি ৫০ বা তার কম বলে নয়বার হাফ সেঞ্চুরি করেছেন)।
এই সেঞ্চুরি ইনিংসে বেন ডাকেট টেস্ট ক্রিকেটে বিশ্ব রেকর্ডও ভেঙে দিয়েছেন। তিনি ৮৮ রান করার সঙ্গে সঙ্গে টেস্ট ক্রিকেটে তার ২০০০ রান পূর্ণ করেন। টেস্টে তিনি সবচেয়ে কম বল খেলে ২০০০ রান পূর্ণ করার বিশ্ব রে🤪কর্ড গড়েন। এর আগে এই রেকর্ডটি টিম সাউদির নামে ছিল। যিনি টেস্ট ক্রিকেটে ২৪১৮ বলের মুখোমুখি হয়ে ২০০০ রান পূ🌳র্ণ করেছিলেন। এখন এই রেকর্ড ডাকেটের নামে রয়েছে। ২২৯৩ বলে এই রেকর্ড গড়েন ইংলিশ ব্যাটসম্যান।
আরও পড়ুন… মুম্বই ইন্ডিয়ান্সে পরশ মামব্রে! IPL 2025-এ𒈔 ঘরে ফিরলেন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের কোচ
এরপরেই ঘুরে দাঁড়ায় পাকিস্তান-
তবে ৪২তম ওভারে আউট হন জো রুট, আর এরপরেই নড়বড়ে করতে থাকে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। জো রুট ৫৪ বলে ৩৪ রান করার পরেই ৪৪ তম ওভারে বেন ডাকেট আউট হন। ১২৯ বলে ১১৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। তবে এরপরে হ্যারি ব্রুক (৯), বেন স্টোকস (১) তাড়াতাড়ি সাজঘরে ফিরে যান। ২১১ রানে তিন উইকেট থেকে ২২৫ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। দিনের খেলা শেষ হওয়া পর্য্ত ইংল্যান্ড করেছে ২৩৯/৬ রান। এখনও ১২৭ 💜রানে এগিয়ে রয়েছে পাকিস্তান। সাজিদ খান ১৯ ওভারে ৮৬ রান দিয়ে চার উইকেট শিকার করেন। নোমানআলি ২ উইকেট নিয়েছেন।