আইপিএলে রিঙ্কু সিংয়ের এক ওভারে ৫ ছক্কার ঘটনা ক্রিকেটের লোকগ🦋াথায় জায়গা করে নিয়েছে। রিঙ্কুর পরে এবার টি-২০ ক্রিকেটে এক ওভারে ৫টি ছক্কা মারলেন আরও এক কেকেআর তারকা। এবার শের-ই-পঞ্জাব টি-২০ কাপে এমন কীর্তি স্থাপন করেন রমনদীপ সিং।
বুধবার মোহাল꧟িতে চলতি শের-ই-পঞ্জাব টি-২০ কাপের ২০তম লিগ ম্যাচে মুখোমুখি হয় ট্রাইডেন্ট স্ট্যালনস ও জেকে সুপার স্ট্রাইকার্স। এই ম্যাচের প্রথম ইনিংসের শেষ ওভারে ট্রাইডেন্ট স্ট্যালনসের হয়ে ৫টি ছক্কা মারেন রমনদীপ সিং।
ইনিংসের শেষ ওভারে বল করতে আসেন সুপার স্꧑ট্রাইকার্সের সাহিল খান। তাঁর প্রথম বলে কোনও রান ওঠেনি। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে পরপর ৩টি ছক্কা মারেন রমনদীপ। তার পরে পরপর ২টি ওয়াইড বল করেন সাহিল। ওভারের পঞ্চম বৈধ ডেলিভারিতে ফের ছক্কা হাঁকান রমনদীপ। মার খেয়ে খেই ꧅হারান বোলার সাহিল। তিনি ফের ২টি ওয়াইড বল করনে। শেষে ওভারের ষষ্ঠ বলেও ছক্কা মারেন রমনদীপ। সুতরাং, ৪টি ওয়াইড মিলিয়ে সেই ওভারে ওঠে ৩৪ রান।
ম্যাচে টস জিতে শুরুতে 🃏ব্যাট করতে নামে ট্রাইডেন্ট স্ট্যালনস। তারা ১৩ ওভারে কমে দাঁড়ানো ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ১০০ রান তোলে। রমনদীপ ২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২১ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন। প্রভসিমরন সিং ১৩ বলে ১৩ রান করে আউট হন। তিনি ২টি চার মারেন।
সুপার স্ট্রাইকার্সের সনভীর সিং ও হর্ষদীপ সিং ২টি করে উইকেট দখল করেন। ২ ওভারে ৪৬ রান খরচ করেও উইকেট পাননি সাহিল খান। উইকেট না পেলেও ৩ ওভারে মা💞ত্র ১৭ রান খরচ করেন মায়াঙ্ক মার্কান্ডে।
ডাকওয়ার্থ-লুইস নিয়মে সুপার স্ট্রাইকার্সের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ট্রাইডেন্ট স্ট্যালনসের তোলা রানের থেকে বেশি। সুপার✨ স্ট্রাইকার্সꦏ ১২.৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১১৪ রান তুলে ম্যাচ জিতে যায়। ডি-এল মেথডে ৬ উইকেটে ম্যাচ জেতে তারা।
৩৪ বলে ৫৮ রান করেন কার্তিক শর্মা। তিনি ৬টি চার ও ৩টি ছক্কা মার🅘েন। ১৫ বলে ২০ রান করেন সনভীর সিং। তিনি ৩টি চার মারেন। ট্রাইডেন্টের হয়ে ১টি করে উইকেট নেন গুরনূর সিং, জসিন্দর সিং, আর্যমান সিং ও রবিন্দর সিং ব্রার। দল হারায় ব্যর্থ হয় রমনদীপ সিংয়ের দুর্দান্ত ইনিংস।