২০১২ সালে যেখানে টি-২০ ক্যাপ্টেন্সি কেরিয়ার শুরু করেছিলেন হরমনপ্রীত কৌর, ১১ বছর পরে সেখানেই ১০০তম টি-২০ ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিলেন তিনি। এশিয়ান গেমসের গোল্ড মেডেল দিয়ে পূর্ণ হল বৃত্ত। উল্লেখযোগ্য বিষয় হল, হ𝓡রমনপ্রীতের ক্যাপ্টেন্সি কেরিয়ার শুরু হয়েছিল টি-২০ এশিয়া কাপের আসরে। সেবার কৌরের নেতৃত্বেই এশিয়া সেরা হয়েছিল ভারত।
সোমবার এশিয়ান গেমসের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে গোল্ড মেডেল জেতে ভারতের মহিলা ক্রিকেট দল। এটি ছিল হরমনপ্রীত কৌরের কেরিয়ারের ১৫৫তম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ। তবে ভারতের টি-২০ ক্যাপ্টেন হিসেবে এটি হরমনপ্রীতে✅র ১০০তম ম্যাচ। সুতরাং, এশিয়ান গেমসের সোনার পদক দিয়ে ক্যাপ্টেনের মাইলস্টোন ম্যাচ স্মরণীয় করে রাখে ভার🐻ত।
চিনে ক্যাপ্টেন্সি কেরিয়ার শুরু হরমনপ্রীতের, চিনের মাটিতেই পূর্ণ করলেন ১০০:-
হরমনপ্রীতের ক্যাপ্টেন্সি কেরিয়ার শুরু হয় চিনে। ২০১২ সালে মেয়েদের টি-২০ এশিয়া কাপ অনুষ্ঠিত হয় সেখানে। হংকংয়ের বিরুদ্ধে গ্রুপ লিগের ম্যাচে ক্যাপ্টেন্সি করার পরে ফের ফাইনালে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে নামেন কৌর। বাকি মꩲ্যাচগুলিতে ভারতকে নেতৃত্ব দেন মিতালি রাজ। হরমনপ্রীতের নেতৃত্বে ফাইনালে পাকিস্তানকে ১৮ রানে পরাজিত করে ভারত।
এবার সেই চিনেই অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান🎶 গেমস। সুতরাং চিন থেকে শুরু করে চিনেই ১০০তম টি-২০ ম্যাচে꧒ ভারতকে নেতৃত্ব দিলেন হরমনপ্রীত। এবার ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারায় টিম ইন্ডিয়া।
অদ্ভুত মিল মেগ ল্যানিং ও হরমনপ্রীত কৌরের মাইলস্টোন ম্যাচের মধ্যে:-
এখনও পর্যন্ত মেয়েদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০টি ম🍸্যাচে নেতৃত্ব দিয়েছেন মাত্র ২ জন। হরমনপ্রীতের আগে এই কৃতিত্ব অর্জন করেন অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং। উল্লেখযোগ্য বিষয় হল, দুই তারকারই ক্যাপ্টেন হিসেবে ১০০তম ম্যাচের মধ্যে অদ্ভুত মিল রয়েছে।
মেগ ল্যানিং অস্ট্রে🦋লিয়াকে ১০০তম ম্যাচে নেতৃত্ব দিতে নামেন গত টি-২০ বিশ্বকাপের ফাইনালে। যে ম্যাচে অস্ট্রেলিয়া ১৯ রানে জয় তুলে নেয় দ🧜ক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।
এবার হরমনপ্রীত ভারতকে ১০০তম টি-২০ ম্যাচে নেতৃত্ব দিলেন এশিয়ান গেম🐓সের ফাইনালে। কাকতলীয়ভাবে ভারত এই ম্যাচ জেতে ঠিক ১৯ রানের ব্যবধানে। অর্থাৎ, ফাইনালে ১৯ রানের জয়ই মিলিয়ে দিল কಌিংবদন্তি দুই ক্যাপ্টেনের মাইলস্টোন ম্যাচকে।
মিতালিকে টপকালেন হরমনপ্রীত:-
ভারতের মহিলা ক্যাপ্টেন হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি ফাইনাল ম্যাচ জয়ের নিরিখে মিতালি রাজকে টপকে গ♛েলেন হরমনপ্রীত কৌর। মিতালির নেতৃত্বে ভারত সব টুর্নামেন্ট মিলিয়ে মোট ৪🦂টি ফাইনাল জিতেছে। হরমনপ্রীতের নেতৃত্বে ভারত মোট ৫টি ফাইনাল ম্যাচে জয় তুলে নেয়।